Vu Premium TV: সাধ্যের মধ্যে বাড়ি আনুন নতুন বড় স্ক্রিনের স্মার্ট টিভি, পাবেন গমগমে সাউন্ড

Vu Premium TV 2023 Edition এর ৪৩-ইঞ্চির ডিসপ্লে বিকল্পের দাম ২৩,৯৯৯ টাকা এবং ৫৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা রাখা হয়েছে।

দেশীয় টেলিভিশন ব্র্যান্ড Vu Technologies, আজ অর্থাৎ ২৪শে মার্চ ভারতের বাজারে Vu Premium TV 2023 Edition নামের একটি নয়া স্মার্ট টেলিভিশন লঞ্চ করলো। এটি দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টের সাথে এসেছে, যথা ৪৩-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চি। ডিসপ্লে সাইজ ব্যতীত উভয় মডেলের যাবতীয় কনফিগারেশন এক সমান। এক্ষেত্রে ফিচার হিসাবে আলোচ্য স্মার্টটিভিতে – LED প্যানেল, ২ জিবি র‌্যাম, ডুয়েল বক্স স্পিকার, বিল্ট-ইন মাইক্রোফোন, একাধিক প্রি-ইনস্টলড ওটিটি অ্যাপ বিদ্যমান থাকছে। আবার উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য এটি ALLM এবং গেম মোড সমর্থন করে। সর্বোপরি মডেলটির প্রারম্ভিক দাম রাখা হয়েছে মাত্র ২৩,৯৯৯ টাকা। চলুন Vu Premium TV 2023 Edition -এর দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক…

ভারতে Vu Premium TV 2023 Edition -এর দাম ও লভ্যতা

ভারতে ভিইউ প্রিমিয়াম টিভি ২০২৩ এডিশন -কে দুটি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪৩-ইঞ্চির ডিসপ্লে বিকল্পের দাম ২৩,৯৯৯ টাকা এবং ৫৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা রাখা হয়েছে। লভ্যতার কথা বললে, আলোচ্য টিভিটিকে ইতিমধ্যেই ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Vu Premium TV 2023 Edition -এর স্পেসিফিকেশন

ভিইউ প্রিমিয়াম টিভি ২০২৩ এডিশন টেলিভিশনটি ৪৩-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চির LED ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে। উভয় বিকল্পই – ৪কে (4K) রেজোলিউশন, ৯৪% কালার গ্যামেট এবং সর্বোচ্চ ৪০০ নিট ব্রাইটনেস অফার করে। আবার দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স প্রদানের জন্য এতে – অটো লো লেটেন্সি মোড (ALLM), ডিজিটাল নয়েজ রিডাকশন, ডাইনামিক কন্ট্রাস্ট এবং গেম মোড রয়েছে।

অডিও বিভাগের কথা বললে, Vu Premium TV 2023 Edition স্মার্টটিভিটি ডলবি অডিও টেকনোলজি সমর্থিত ডুয়েল বক্স স্পিকার এবং দুটি টুইটার সহ এসেছে, যা ৫০ ওয়াট সাউন্ড আউটপুট সরবরাহ করে। এছাড়া এর সাথে বিল্ট-ইন মাইক্রোফোন এবং আইআর (IR) ব্লাস্টার সহ একটি বান্ডিল রিমোটও পাওয়া যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, এই স্মার্ট টেলিভিশনে ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। কনটেন্ট ও অ্যাপ সংরক্ষণের জন্য এতে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। সফ্টওয়্যারের কথা বললে, টিভিটি গুগল টিভি ওএস দ্বারা চালিত। এতে – Netflix, Prime Video, Spotify, Apple TV -এর মতো একাধিক ওটিটি (OTT) অ্যাপ প্রি-ইনস্টল থাকছে। প্রসঙ্গত, Vu Premium TV 2023 Edition টিভির রিটেল বক্সে অন্তর্ভুক্ত রিমোটে – Prime Video, Netflix, YouTube এবং Disney+ Hotstar অ্যাপ চারটির জন্য ডেডিকেটেড হট-কী দেওয়া হয়েছে।