প্রথমবার ইন্টারনেট স্পিডে সেরা কুড়িটি দেশের মধ্যে ভারত, 5G-র হাত ধরে সাফল্য আনল Jio ও Airtel

Ookla সম্প্রতি গত মাসের 'স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স' রিপোর্ট প্রকাশ করেছে। উল্লেখ্য, এই রিপোর্টে Ookla ডাউনলোড স্পিডের উপর ভিত্তি করে দেশগুলির র‌্যাঙ্কিং সামনে আনে।

Reliance Jio এবং Airtel এর সহযোগিতায় মোবাইল ইন্টারনেট স্পিড বাড়লো ভারতে। যদিও এই দাবি আমাদের নয়! বরং Ookla-র রিপোর্ট থেকে এমনটাই জানা গেছে।সম্প্রতি সংস্থাটি গত মাসের ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ রিপোর্ট প্রকাশ করেছে। উল্লেখ্য, এই রিপোর্টে Ookla ডাউনলোড স্পিডের উপর ভিত্তি করে দেশগুলির র‌্যাঙ্কিং সামনে আনে।

এই রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারীতে, ভারত ১৮তম স্থান অধিকার করেছে। অর্থাৎ ভারত এখন ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে সমগ্র বিশ্বের প্রথম ২০টি দেশের একটি হয়ে উঠেছে। আর ভারত যেভাবে তালিকায় এগিয়ে চলেছে, তাতে খুব শীঘ্রই প্রথম ১০টি দেশের তালিকায় নিজের জায়গা করে নেবে। উল্লেখ্য, বর্তমানে দশম স্থানে রয়েছে আইসল্যান্ড, যার গড় ডাউনলোড গতি ১২৬.৭৪ এমবিপিএস। আর জানুয়ারী ২০২৪-এ ভারতের গড় ডাউনলোড গতি ছিল ৯৯.০৩ এমবিপিএস।

বর্তমানে 5G গ্রাহকদের অত্যন্ত দ্রুত ডাউনলোড গতি প্রদান করতে সক্ষম হয়েছে Reliance Jio ও Airtel। এরজন্য অতিরিক্ত অর্থও খরচ করতে হচ্ছে না। অর্থাৎ 4G প্ল্যানের সাথে 5G পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা, তাই 5G ডেটা খরচও বাড়ছে।

প্রসঙ্গত, 5G চালু হওয়ার আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে, ভারতের মোবাইল ডাউনলোড স্পিড ছিল ১৩.৮৭ এমবিপিএস। সেই সময় ভারত ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ১৮৮তম স্থানে ছিল। কিন্তু 5G আসার পর খুবই দ্রুত ভারত প্রথম ২০-র মধ্যে নিজের জায়গা করে নিয়েছে।