মাঝ রাস্তায় গাড়ির স্টিয়ারিং খুলে বেরিয়ে আসছে, Elon Musk এর সংস্থা Tesla-র বিরুদ্ধে ভয়ানক অভিযোগ

বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জগৎজোড়া সুখ্যাতি রয়েছে ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)-এর সংস্থা টেসলা (Tesla)-র। তাদের কয়েকটি মডেল, যা বিশ্বের অসংখ্য মানুষের হৃদয় জিতে নিয়েছে। যার মধ্যে একটি হল Tesla Model Y। কিন্তু এবারে সেই গাড়িতেই দেখা দিল গুরুতর সমস্যা। চালকদের দাবি, গাড়ি চলতে চলতে নাকি স্টিয়ারিং খুলে বেরিয়ে চলে আসছে। এমন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে আমেরিকার ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশন (NHTSA)। তারা Model Y-এর ২০২৩-এর মডেলগুলি ধরে ধরে পরীক্ষা করা শুরু করে। এ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানটি মোট ১,২০,০০০টি মডেলে এমন গন্ডগোল থাকার সম্ভাবনার কথা জানিয়েছে।

Model Y-এর স্টিয়ারিং হাতে খুলে চলে আসছে

প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত দুটি Model Y-এর স্টিয়ারিং হাতে খুলে চলে আসার অভিযোগের কথা জানা গেছে। যে দুটিই ছিল ২০২৩-এ তৈরি হওয়া মডেল। NHTSA-এর ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, গাড়িগুলিতে স্টিয়ারিং হুইলকে আটকে রাখার জন্য অপরিহার্য বোল্ট ছাড়াই গ্রাহকদের ডেলিভারি দেওয়া হয়েছে। ফলে এই বিপত্তি ঘটেছে।

Tesla-র গাড়িতে সফটওয়্যারে ত্রুটি থাকায় ৩,২১,০০০-র বেশি গাড়ি তুলে নেওয়া হয়

NHTSA গাড়িগুলির উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখছে। এদিকে সম্প্রতি সফটওয়্যারে ত্রুটি থাকার আশঙ্কায় ৩,২১,০০০-এর বেশি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিল টেসলা। সমাধান হিসেবে ওভার-দ্য-এয়ার বা ওটিএ মাধ্যমে ফার্মওয়্যার আপডেট দেওয়া হয়েছিল।

পরপর গাড়ি ফিরিয়ে নেওয়ার খবর সামনে আসে

আবার Model X-এর ৩০,০০০ মডেল এর আগে প্রত্যাহারের ডাক দিয়েছিল টেসলা। যার কারণ ছিল, ধীর গতিতে কোথাও হালকা ধাক্কা লাগলেও সামনের যাত্রীর এয়ারব্যাগ সক্রিয় হয়ে ওঠা। এছাড়া গাড়ির দরজা আশঙ্কা বন্ধ হওয়ার ফলে যাত্রীর আঘাত লাগার আশঙ্কায় গত বছর সেপ্টেম্বরে সংস্থাটি বাজার থেকে মোট ১১ লক্ষ মডেল ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল।

এছাড়া গত বছর মে’তে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাত্রাতিরিক্ত গরম হওয়ার ফলে টাচস্ক্রিনে সমস্যা দেখা দেওয়ার জন্য ১,৩০,০০০ গাড়িতে রিকল-এর বার্তা দেওয়া হয়। এদিকে একটি ফার্মওয়্যার আপডেট ছাড়ার কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, ততদিন কানাডা এবং আমেরিকাতে সংস্থাটি তাদের সম্পূর্ণ সেল্ফ ড্রাইভিং বেটা সফটওয়্যার ছাড়ার প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।