টপ ফর্মে Realme, আনছে প্রথম Snapdragon 778G প্রসেসরের ফোন

আর 4G নয়, পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা 5G-এর ওপর মনোনিবেশ করে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলি 5G চিপসেট নিয়ে হাজির হচ্ছে। কিছুদিন আগেই MediaTek, Dimensity 700 5G চিপসেট লঞ্চ করেছিল। পিছিয়ে না থেকে এবার Qualcomm তার নতুন 5G চিপসেটের ঘোষণা করে দিল, যার নাম Snapdragon 778G। টাইমলাইন বলা সম্ভব না হলেও, শীঘ্রই বিভিন্ন স্মার্টফোনে ৬ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনেরর ওপর ভিত্তি করে বানানো এই চিপসেট দেখা যাবে বলে আমরা অনুমান করছি। তবে সূত্র বলছে, Snapdragon 778G চিপসেটযুক্ত হ্যান্ডসেট প্রথম বাজারে আনার ক্ষেত্রে Realme অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের সাথে একই সারিতে থাকবে।

জানা গিয়েছে, Snapdragon 778G চিপসেটের Realme-এর প্রথম স্মার্টফোনের কোডনাম “Quicksilver” এবং Realme ডিভাইসটি বিকাশের জন্য Qualcomm-এর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

রিয়েলমি কুইকসিলভার কোডনামের স্মার্টফোন কী কী স্পেসিফিশনে সজ্জ্বিত হয়ে আসবে, তা এই মুহুর্তে অজানা। আবার ডিজাইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যাই হোক, রিয়েলমির আপকামিং স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের স্মার্টফোন চমৎকার ফিচার সহ আসবে বলেই আমরা আশা করছি।

Snapdragon 778G চিপসেটের কথা বললে, এটি আটটি কোরের একটি চিপসেট। যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের Kryo 670 সিপিইউ (Cortex A78) কোর রয়েছে। এছাড়া এটি Adreno 642L জিপিইউ, Hexagon 770 এআই ইঞ্জিন, Spectra 570L ইমেজ সিগন্যাল প্রসেসর সহ এসেছে। এই চিপসেটের স্মার্টফোনে ফুল-এইচডি+ পর্যন্ত রেজোলিউশন এবং সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন