Yamaha Tenere 700: বিশাল স্ক্রিন সহ ভরপুর ফিচার্স, ইয়ামাহার নয়া বাইক চোখ ধাঁধিয়ে দেবে

Yamaha তাদের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার বাইক Tenere 700-এর নতুন ভার্সন উন্মোচন করেছে। চেহারা এক থাকলেও মোটরসাইকেলটির ফিচার ও ডিজাইনে কিছু আপডেট এসেছে। তবে ইঞ্জিন অপরিবর্তিত রাখা হয়েছে। এটি ভারতে আসবে কিনা,ত তা এখন বলা সম্ভব নয়। তবে ইয়ামাহাপ্রেমীরা শুনলে খুশি হবেন, এই বছরের মধ্যেই বিশ্ববাজারে বিক্রিত দারুণ সব স্পোর্টস ও নেকেড বাইক ভারতে লঞ্চের প্ল্যান সেরে রেখেছে জাপানি সংস্থাটি।

2024 Yamaha Tenere 700 আত্মপ্রকাশ করল

নতুন Yamaha Tenere 700-র অন্যতম বড় পরিবর্তন তার ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে। বলা ভালো এটিই বাইকটির সবচেয়ে বড় আপডেট। পূর্বের স্ক্রিন বদলে পাঁচ ইঞ্চির টিএফটি কালার ডিসপ্লে দেওয়েছে এই বাইকে। দুটি আলাদা থিমের উপর নির্ভর করে তৈরি এই কনসোল। প্রথমটি আধুনিক স্টাইলের আর দ্বিতীয়টি অ্যানালগ থিমের।

ইয়ামাহার মোবাইল অ্যাপ্লিকেশন- Y-Connect এর সাহায্যে ব্লুটুটের মাধ্যমে মোবাইল ফোনের সঙ্গে এটি সংযুক্ত করা যাবে। ফলে মোবাইল ফোনের টেক্সট মেসেজ, কল নোটিফিকেশন সমস্ত কিছু বাইকের ডিসপ্লেতে ভেসে উঠবে। এছাড়াও মোবাইলে অ্যাপটির মাধ্যমে বাইকটির বিভিন্ন রকম তথ্য নথিভুক্ত হবে। যেমন দূরত্ব, জ্বালানির খরচ, সর্বোচ্চ গতিবেগ সহ আরো অনেক কিছু। এমনকি এর মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা সহজেই নির্ণয় করা যাবে।

Yamaha Tenere 700-র নতুন সংস্করণে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের সঙ্গে থাকছে তিনটি আলাদা মোড। রাস্তার ধরণের উপর নির্ভর করে চালক এবিএস মোড নির্ধারণ করতে পারবেন। প্রথম ক্ষেত্রে রয়েছে দুটি চাকার উপর সমান ভাবে প্রযুক্ত এবিএস, দ্বিতীয় মোডে রয়েছে কেবলমাত্র সামনের চাকায় প্রযুক্ত এবিএস, যা অফ-রোড এবিএস মোড হিসেবে গণ্য করা হবে। আর তৃতীয় মোডে দুটি চাকাতেই এবিএস বন্ধ করে দেওয়া যাবে।

সর্বশেষ আপডেট হলো Tenere এর এলইডি টার্ন ইন্ডিকেটর। এছাড়া আর তেমন ধরনের কোনো পরিবর্তন করা হয়নি এবার। পূর্বের মতোই টিম ইয়ামাহা ব্লু এবং শ্যাডো গ্রে এই দুটি রঙে কিনতে পাওয়া যাবে ইয়ামাহার এই প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইকটি। এই মুহূর্তে ভারতের বাজারে অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইকের জগতে রয়েছে বেশ কিছু স্বনামধন্য নাম। যার মধ্যে উল্লেখযোগ্য Royal Enfield Himalayan, Hero Xpulse 200 4V, KTM 390 Adventure, Yezdi Adventure ইত্যাদি।