Oppo K10, Oppo K10 Pro নিয়ে জল্পনার অবসান, লঞ্চ হচ্ছে আগামী 25 এপ্রিল

স্মার্টফোন সংস্থা ওপ্পোর আপকামিং Oppo K10 সিরিজটির লঞ্চ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলেছে। জানা গেছে এই লাইনআপের অধীনে Oppo K10 5G এবং Oppo K10 Pro 5G- এই দুই স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করবে। সেই সমস্ত সকল জল্পনার অবসান ঘটিয়ে ওপ্পোর তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৪ এপ্রিল হোম মার্কেট চীনে Oppo K10 সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। এমনকি সংস্থাটি তাদের চীনা শাখার ওয়েবসাইটে উভয় মডেলের জন্য ল্যান্ডিং পেজ প্রকাশ করেছে, যা ফোনগুলির বেশ কয়েকটি স্পেসিফিকেশন সামনে এনেছে। তবে এপ্রসঙ্গে জানাতেই হয় যে, এই নতুন Oppo K10 মডেলগুলি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Oppo K10 স্মার্টফোনটির থেকে বিশেষভাবে আলাদা। এই ওপ্পো ফোনের ভারতীয় সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরটি রয়েছে এবং এতে ৫জি সংযোগের পরিবর্তে ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করে। আসুন চীনে লঞ্চ হতে চলা ওপ্পোর এই নতুন স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল, তা জেনে নেওয়া যাক।

ওপ্পো কে১০ ৫জি স্পেসিফিকেশন (Oppo K10 5G Specifications)

ওপ্পো চায়না ওয়েবসাইটে উপলব্ধ তথ্য অনুযায়ী, ওপ্পো কে১০ ৫জি-তে ১২০ হার্টজ সর্বোচ্চ রিফ্রেশ রেট সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ ম্যাক্স চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর সহ আসবে। এই আপকামিং ডিভাইসে হিট ডিসিপেশনের জন্য একটি ডায়মন্ড ভিসি লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হবে। ওপ্পো কে১০ ৫জি-কে আইস ব্লু এবং ডার্ক নাইট -এই দুটি রঙে বেছে নেওয়া যাবে। এছাড়া, ওপ্পো কে১০ ৫জি ফোনটি ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ-এর মতো একাধিক ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে।

ওপ্পো কে১০ প্রো ৫জি স্পেসিফিকেশন (Oppo K10 Pro 5G Specifications)

ওপ্পো কে১০ প্রো ৫জি-এ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। তবে, সংস্থার সাইটের ল্যান্ডিং পেজে এই ডিসপ্লের আকার, রেজোলিউশন বা রিফ্রেশ রেট সম্পর্কে এখনও কোনো তথ্য উল্লেখ করা নেই। তবে জানা গেছে উন্নত পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

Oppo K10 Pro 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে। এই ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K10 Pro 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি টাইটানিয়াম ব্ল্যাক এবং ক্লিয়ার ব্লু – এর মত কালার অপশনে বেছে নেওয়া যাবে। এছাড়াও, এই ডিভাইসটি ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে কেনার উপলব্ধ হবে।

জানিয়ে রাখি, সম্প্রতি PGJM10 মডেল নম্বর সহ Oppo K10 সিরিজের ফোনটি চীনের TENAA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং সাইটের তালিকায় প্রকাশ করা হয়েছে যে, এই ফোনে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি+ এলটিপিএস ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, Oppo K10 Pro 5G-তে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ ওলেড ডিসপ্লে থাকতে পারে।

উল্লেখ্য, ওপ্পো সম্প্রতি ভারতে একটি ভিন্ন মডেল লঞ্চ করেছে, যা Oppo K10 নামেই বাজারে আত্মপ্রকাশ করেছে। এই মডেলটি শুধুমাত্র ৪জি সাপোর্ট করে এবং এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেটটি ব্যবহার করা হয়েছে।