BSNL 4G: অপেক্ষার অবসান! আগামী বছর আসছে বিএসএনএল-এর ৪জি পরিষেবা

4G নেটওয়ার্ক চালুর অপেক্ষায় একের পর এক বছর অতিবাহিত হয়েছে BSNL-এর গ্রাহকদের, কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো লাভ হয়নি। তবে শেষ পর্যন্ত এবার হয়তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে তাদের 4G পরিষেবা রোলআউট করতে পারে বলে ঘোষণা করেছে। যোগাযোগ প্রতিমন্ত্রী (Minister of State for Communications) দেবুসিংহ চৌহান (Devusinh Chauhan) বুধবার সংসদে জানিয়েছেন, এর থেকে প্রথম বছরে আনুমানিক প্রায় ৯০০ কোটি টাকা পর্যন্ত বর্ধিত আয় আশা করা হচ্ছে।

সাথে তিনি একথাও উল্লেখ করেন যে, BSNL এবং MTNL-এর পরিষেবা সংক্রান্ত বিষয়ে কোনো বিবেচনাধীন সুনির্দিষ্ট প্রস্তাব এখনও গ্রহণ করা হয়নি। এর আগে BSNL তার আসন্ন 4G টেন্ডারে অংশ নিতে আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে প্রুফ অফ কনসেপ্ট (PoC)-এর জন্য জানুয়ারি ২০২১ সালে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) জমা দেওয়ার আহ্বান করেছিল।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর, ২০২১-এ বিএসএনএল এবং এমটিএনএল-এর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১,৩৩,৯৫৩ কোটি এবং ৩,২৫২ কোটি টাকা। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত সংস্থা দুটির ঋণের পরিমাণ যথাক্রমে ৮৫,৭২১ কোটি টাকা এবং ৩০,১৫৯ কোটি টাকা। তাই ৪জি পরিষেবা রোলআউট হলে সংস্থা দুটির আর্থিক বিষয় সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান বেশ খানিকটা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য অক্টোবরে টেলিকম বিভাগের সচিব দেশীয় প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে স্থাপিত BSNL 4G নেটওয়ার্কে প্রথম টেস্ট কল করেছিলেন। BSNL চণ্ডীগড়ে TCS এবং রাষ্ট্রায়ত্ত টেলিকম গবেষণা সংস্থা C-DOT-এর সাথে প্রুফ অফ কনসেপ্ট (PoC) পরিচালনা করছে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)-ও একটি টুইটে উল্লেখ করেছেন যে, BSNL-এর ভারতীয় 4G নেটওয়ার্কের (ভারতে ডিজাইন করা) মাধ্যমে করা প্রথম টেস্ট কলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখেই করা হয়েছে। এর পাশাপাশি দেশীয় প্রযুক্তির 4G নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ব্রাউজিং এবং ভিডিও স্ট্রিমিংও টেস্ট করে দেখা হয়েছে। এখন সত্যিই আগামী বছর BSNL, 4G পরিষেবা দেশের জনগণকে উপহার দিতে পারবে কি না তা একমাত্র সময়ই বলতে পারবে।