হোন্ডার চমক! বিক্রির নিরিখে Hero Splendor বাইককে প্রায় ছুঁয়ে ফেলল Activa স্কুটার

ভারতের টু-হুইলারের বাজারে দীর্ঘদিন ধরেই বিক্রিতে নেতৃত্ব প্রদান করে আসছে Hero Splendor। এপ্রিল মাসেও তার অন্যথা হয়নি। বরাবরের মতো দেশে বিক্রির নিরিখে তালিকার প্রথম স্থান দখলের মাধ্যমে ভ নিজের আধিপত্য বজায় বাখতে সক্ষম হয়েছে Splendor। বাইকটির ২,৬৫,২২৫ ইউনিট গত মাসে বিক্রি হয়েছিল। যেখানে আগের বছর একই সময়ে ২,৩৪,০৮৫টি মডেল বেচেছিল হিরো। ফলে গত মাসে বিক্রিতে ২৫.৮ শতাংশ আধিক্য লক্ষ্য করা গেছে।

Hero Splendor ও Honda Activa বিক্রির নিরিখে প্রায় কাছাকাছি

বিনা যুদ্ধে হার মানতে নারাজ দ্বিতীয় স্থানে থাকা Honda Activa স্কুটার। শীর্ষস্থান দখলকারী Splendor-এর থেকে মাত্র ১৯,২০৯ ইউনিট পেছনে রয়েছে এটি। আগের মাসে স্কুটারটি মোট ২,৪৬,০১৬ ক্রেতার সন্ধান পেয়েছিল। তালিকার তৃতীয় স্থানে দেখা গেছে Bajaj Pulsar সিরিজকে। ২০২৩-এর এপ্রিলে পালসার সিরিজের বাইকগুলি ১,১৫,৩৭১ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে গত বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৪৬,০৪০ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ১৫০.৫% উত্থান ঘটিয়েছে এটি।

Honda Cb Shine মডেলটি ৮৯,২৬১ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছে। আগের বছর ওই সময়ে এটি ১,০৫,৪১৩ ইউনিট বিক্রি হওয়ায় এবারের বেচাকেনাতে ১৫.৩ শতাংশ পতন লক্ষ্য করা গেছে। পঞ্চম স্থানের দখলদার Hero HF Deluxe । ২০২৩-এর এপ্রিল মোট ৭৮,৭০০ ইউনিট বিক্রি হয়েছে বাইকটি। তালিকার পরের স্থানটি নিজের দখলে এনেছে TVS Jupiter। গত মাসে মোট ৫৯,৫৮৩ নতুন ক্রেতার হাতে স্কুটারটির চাবি তুলে দিয়েছে টিভিএস।

সপ্তম স্থানে জায়গা পেয়েছে Suzuki Access। এপ্রিলে স্কুটারটি বিক্রি হয়েছে মোট ৫২,২৩১ ইউনিট। আট নম্বরে উঠে এসেছে Bajaj Platina-এর নাম। মাইলেজের জন্য জনপ্রিয় মোটরসাইকেলটি আগের মাসে ৪৬,৩২২ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে TVS Apache ও TVS XL100। এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৩৮,১৪৮ ও ৩৪,৯২৫ ইউনিট।