সপ্তাহ ঘোরার আগেই বাড়ি বসে Aadhaar আপডেট করে নিন, নাহলে গুনতে হবে টাকা

খাদ্য, বস্ত্র ও বাসস্থান যেমন জীবনের জন্য অপরিহার্য, তেমনই এই এক দশকে ভারতের মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar Card)। নাগরিকদের পরিচয়পত্র হিসেবে তো বটেই, সরকার কর্তৃক ইস্যু করা এই নথি যেকোনো সময় সরকারি-বেসরকারি যেকোনো ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। ফলত, আধার সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলতে এটির তথ্য সবসময় আপডেট রাখা দরকার। সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে আধারের ঠিকানা আপডেট বা সংশোধনের দরকার হয়, তাহলে অবিলম্বে কাজ সেরে ফেলুন। কেননা আধার কর্তৃপক্ষ তথা UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) এখন নাগরিকদের বিনামূল্যে এবং ঘরে বসে তাদের আধার অ্যাড্রেস আপডেটের বিকল্প দিচ্ছে। তবে এর জন্য আগামী ১৪ই মার্চ অবধি অর্থাৎ প্রায় দশ দিন হাতে রয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে আধার আপডেট করতে ব্যর্থ হলে টাকা দিতে হবে। আসুন এই বিষয়ে বিশদ জেনে নিই।

কীভাবে Aadhaar Card-এ ঠিকানা আপডেট বা পরিবর্তন করবেন?

১. বাড়িতে বসে ফ্রি-তে আধার কার্ডের বিশদ আপডেট করতে প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP)-এর সাহায্যে লগইন করুন এবং ‘নেম/জেন্ডার/ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস আপডেট’ (Name/Gender/Date of Birth & Address Update) অপশনটি নির্বাচন করুন।

৩. স্ক্রিনে দৃশ্যমান ‘আপডেট আধার অনলাইন’ (Update Aadhaar Online) বিকল্পে ক্লিক করুন।

৪. প্রদত্ত ডেমোগ্রাফিক অপশন লিস্ট থেকে ‘অ্যাড্রেস’-এ ক্লিক করে ‘প্রোসিড টু আপডেট আধার’ (Proceed to Update Aadhaar) অপশন বেছে নিন।

৫. পরবর্তী ধাপে সাপোর্টেড ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করে নতুন ঠিকানা লিখুন। এক্ষেত্রে কোনোরকম চার্জ ছাড়াই অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং আপনি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন, যা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, আধার আপডেটের আবেদন করার কয়েকদিন পর আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখবেন, ১৪ মার্চের পরে তথ্য আপডেট করতে গেলে ৫০ টাকা ফি দিতে হবে। এছাড়া অনলাইন ব্যতীত ফিজিক্যাল আধার সেন্টারে আধার আপডেট করতে গেলেও টাকা লাগবে।