Mobile Ban: স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত, ব্রিটেনের পর দাবি উঠছে বিশ্বজুড়ে

মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী জানিয়েছে, ফোনের কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। মোবাইলের ফলে শ্রেণিকক্ষে মনোযোগ বিঘ্নিত ঘটে এবং বিভিন্ন অপরাধও সংগঠিত হয়।

Mobile Ban in Britain: মোবাইল ফোনের নেশা ও সমস্যায় বিরক্ত হয়ে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল ব্রিটেন। আর ব্রিটেনের এই সিদ্ধান্তের পর অনেক দেশেই একই দাবি উঠছে। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক্স-এ একটি ভিডিও শেয়ার করে সম্প্রতি এই ঘোষণা করেছেন।

তিনি একটি খুব সৃজনশীল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, তার ফোন বারবার বেজে উঠছে। আসলে ঋষি সুনাক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন যে মোবাইল কীভাবে শ্রেণিকক্ষে সমস্যা সৃষ্টি করছে।

ব্রিটেনে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়। যেখানে মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী জানিয়েছে, ফোনের কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। মোবাইলের ফলে শ্রেণিকক্ষে মনোযোগ বিঘ্নিত ঘটে এবং বিভিন্ন অপরাধও সংগঠিত হয়। 

সরকারের সিদ্ধান্তের পর অনেক স্কুল তড়িঘড়ি মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। তারা জানিয়েছে, এরফলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং আরও ভাল শিক্ষার পরিবেশ তৈরি হবে।। ঋষি সুনাক বলেছেন যে, ‘আমাদের সন্তানরা যাতে প্রাপ্য শিক্ষা পায় তা আমরা নিশ্চিত করছি।’