আরে বাহ! দাম কমে গেল এই তিনটি OnePlus ফোনের, Amazon সেলে পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্ট

গত কয়েক বছরে OnePlus স্মার্টফোনের চাহিদা ক্রেতাদের মধ্যে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর নেপথ্যের কারণটি হল, OnePlus ডিভাইসগুলি তুলনায় সাশ্রয়ী দামে শক্তিশালী হার্ডওয়্যার এবং দুর্দান্ত পারফরম্যান্স অফার করে। তাই আপনারা যারা নিজের জন্য একটি ‘পারফরম্যান্স কেন্দ্রিক’ স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তারা এই ব্র্যান্ডের ডিভাইস বেছে নিতে পারেন। এখন আবার ই-কমার্স সাইট Amazon -এ চলছে ‘Fab Phone Fest’ সেল। এই সেলে একাধিক OnePlus ডিভাইসকে তুলনায় কম দামে কেনা যাবে। এমনকি Nord-সিরিজের ফোনগুলিকেও এই সেলে যথেষ্ট সাশ্রয়ী মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। আর যদি প্রযোজ্য ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের ফায়দা তোলা যায়, তবে সর্বনিম্ন মূল্যে আপনারা নিজের পছন্দের OnePlus হ্যান্ডসেটটি কিনে নিতে পারবেন। চলুন Amazon Fab Phone Fest Sale -এ অফারের সাথে কোন কোন OnePlus স্মার্টফোনকে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Amazon Fab Phone Fest Sale -এ অফারের সাথে উপলব্ধ OnePlus স্মার্টফোনের তালিকা

OnePlus Nord CE 2 Lite 5G : অ্যামাজনের এই ‘ইয়ার এন্ডিং’ সেল থেকে আপনারা সর্বনিম্ন দামে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনকে কিনতে পারবেন। এই ফোনকে এখন ১৮,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। অফারের কথা বললে, AU Small Finance ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% বা ১,০০০ টাকা অফ পাওয়া যাবে। এছাড়া ১৭,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে ওয়ানপ্লাসের এই ৫জি ফোনের সাথে। ফলে ব্যাঙ্ক অফার ও পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আপনি এটিকে মাত্র ৩৪৯ টাকায় পকেটস্থ করতে পারবেন।

ফিচার – ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনএস ১২.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

OnePlus Nord 2T 5G : ওয়ানপ্লাসের নর্ড-সিরিজের এই স্মার্টফোনকে অ্যামাজন ফ্যাব ফোন ফেস্ট সেলে ২৮,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে। এটিকে AU Small Finance ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ফ্লাট ১০% বা ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আর পুরানো মোবাইল পরিবর্তন করে এই ফোনটি কিনলে মিলবে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট। যার পর ফোনটির দাম কমে হবে মাত্র ৫,৯৯৯ টাকা।

ফিচার – ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর সহ এসেছে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ দ্বারা চালিত। ছবি তোলার জন্য ডিভাইসে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেন্সর রয়েছে। ৫জি কানেক্টিভিটির এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থন করে।

OnePlus 10R 5G : ওয়ানপ্লাস ১০আর ৫জি স্মার্টফোনকে অ্যামাজন সেলে ১০% বা ৪,০০০ টাকা ছাড়ের সাথে মাত্র ৩৪,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনের প্রকৃত প্রারম্ভিক মূল্য ৩৮,৯৯৯ টাকা। অন্যান্য অফারের প্রসঙ্গে বললে, AU Small Finance ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে ১০% বা ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। আর পুরোনো মোবাইল আপগ্রেড করে ওয়ানপ্লাসের এই ৫জি ফোনটি কিনলে মিলবে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। ফলে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে ফোনটিকে ১১,৯৯৯ টাকায় কেনা সম্ভব।

ফিচার – ওয়ানপ্লাস ১০আর ফোনে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ১০০০ নিট পিক ব্রাইটনেস, ৭২০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ৫জি ফোনে সংস্থার নিজস্ব গ্রাফিক্স চিপ এবং অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের সাথে থ্রিডি প্যাসিভ কুলিং টেকনোলজি যুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে রান করে। এছাড়া ফোনটি হাইপারবুস্ট গেম ফ্রেম স্টেবিলাইজেশন ইঞ্জিন সহ এসেছে, যা ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, আলোচ্য মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল GC02M1 ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5K3P9SP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটির ৮০ ওয়াট ফাস্ট চার্জিং মডেলে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।