Poco X5 5G এর দাম নিয়ে উৎসুক জনতার কৌতুহল মিটল, অবশেষে লঞ্চের দিনক্ষণ ও প্রাইস রেঞ্জ ঘোষণা

বাজেট স্মার্টফোন ব্র্যান্ড পোকো গত মাসে, তাদের X-সিরিজের অধীনে Poco X5 এবং Poco X5 Pro বিশ্ববাজারে লঞ্চ করেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি ভারতীয় বাজারেও Pro মডেলটি লঞ্চ করেছে। সম্প্রতি পোকোর ভারতীয় শাখার প্রধান, হিমাংশু টেন্ডন ইঙ্গিত করেন যে, স্ট্যান্ডার্ড Poco X5 মডেলটিও শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখবে। এই ডিভাইসটি স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে Redmi Note 12 5G-এর অনুরূপ, কিন্তু এটি Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত। বর্তমানে সংস্থাটি ভারতে Poco X5-এর লঞ্চের জন্য টিজার প্রকাশ করতে শুরু করেছে। আর এখন কোম্পানির তরফে Poco X5-এর লঞ্চের তারিখের পাশাপাশি ভারতীয় বাজারে এর দামের রেঞ্জটি প্রকাশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল Poco X5-এর ভারতীয় সংস্করণের দামের রেঞ্জ ও লঞ্চের তারিখ

পোকো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে পোকো এক্স৫-এর একটি টিজার শেয়ার করেছে। এই টিজার পোস্টারটি প্রকাশ করেছে যে এক্স৫ সিরিজের রেগুলার মডেলটির দাম ভারতীয় বাজারে ২০,০০০ টাকারও হবে। জানিয়ে রাখি, গ্লোবাল মার্কেটে পোকো এক্স৫-এর বেস ভ্যারিয়েন্ট (৬ জিবি + ১২৮ জিবি)-এর মূল্য ২৪৯ ডলার (প্রায় ২০,৫০০ টাকা)। এর পাশাপাশি কোম্পানি ঘোষণা করেছে যে, পোকো এক্স৫ ভারতে আগামী ১৪ মার্চ দুপুর ১২ টায় লঞ্চ হবে। যেহেতু পোকো এক্স৫ ইতিমধ্যেই বিশ্ববাজারে উপলব্ধ, তাই আসুন ভারতে লঞ্চের আগে এর স্পেসিফিকেশনগুলির ওপর আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Poco X5 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

পোকো এক্স৫ ৫জি ফুল-এইচডি+ রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল অফার করে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১২০০ নিট। এছাড়াও, এটি ৪৫,০০,০০০: ১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। ডিসপ্লে প্যানেলের ওপরে সেলফি ক্যামেরাটি জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল নচ রয়েছে এবং সুরক্ষার জন্য এই স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস ৩-এর একটি স্তর রয়েছে।

পোকো এক্স৫ ৫জি-তে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর যা ইন্টিগ্রেটেড অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ-এর সাথে যুক্ত। এই পোকো হ্যান্ডসেটে সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যায়। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco X5-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে। আর প্রধান ক্যামেরার সাথে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ যুক্ত রয়েছে৷ ভিডিও কল এবং সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco X5 মডেলটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির ওপর নির্ভর করে এবং এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, Poco X5 একটি মাইক্রো-এসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি আইআর ব্লাস্টার অফার করে৷ এই ফোনটি ইউরোপে ব্লু, ব্ল্যাক এবং গ্রীন-এর মতো কালার অপশনে পাওয়া যায়।