EV: জ্বালানি খরচ কমাতে পুরনো মোটরসাইকেল রেট্রোফিট করার পরিকল্পনা কলকাতা পুলিশের

পেট্রল-ডিজ়েলের ব্যবহার কমাতে ইতিমধ্যেই বৈদ্যুতিক গাড়ি লিজে নেওয়ার অনুমতি পেয়েছে লালবাজার। এতে কয়েক কোটি টাকা সাশ্রয় যেমন হবে, তেমনই বায়ু ও শব্দদূষণ কমবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। কলকাতা পুলিশ এবার তাদের ২০০টি মোটরসাইকেলে ইলেকট্রিক কিট ইন্সটল করার পরিকল্পনা করছে। অর্থাৎ গাড়ি একই থাকবে। কিন্তু ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের পরিবর্তে সেগুলি ব্যাটারি বা বৈদ্যুতিক শক্তিতে চলবে।

কলকাতা পুলিশ তাদের পুরনো মোটরসাইকেলগুলি রেট্রোফিট করার জন্য GoGo1 বলে নভি মুম্বইয়ের একটি ইভি কনভার্সন সংস্থার সঙ্গে আলোচনা করছে। এমনই দাবি করেছেন GoGo1-এর সিইও এবং প্রতিষ্ঠাতা শ্রীকান্ত শিন্ডে। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ কর্মীদের জন্য নতুন মোটরসাইকেল কেনার পরিবর্তে সংশ্লিষ্ট দপ্তর ২০০টি পেট্রোলচালিত মোটরবাইক ইলেকট্রিক কিট দিয়ে বিদ্যুতে চালাতে চায়।

সংস্থার দাবি, তারা পরিবহণ দপ্তরের অনুমোদিত কিট দিয়ে জীবাশ্ম জ্বালানি চালিত যে কোনও দু’চাকা, তিন চাকা, ও চারচাকা গাড়ি রেট্রোফিট করতে দক্ষ। এর ফলে ব্যবহারকারীরা তাদের পুরনো গাড়ি ব্যাটারিতে আরামসে চালাতে পারবেন। তেল ভরতে গিয়ে পকেট যেমন খালি হওয়ার জোগাড় যেমন হবে না। তেমনই পরিবেশে ক্ষতিকর ধোঁয়ার নির্গমন কম হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ২২৬টি বৈদ্যুতিক গাড়ি আট বছরের লিজ়ে নেওয়ার জন্য লালবাজারকে ৮.৮২ কোটি টাকা মঞ্জুর করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেগুলি মূলত সরবরাহ করবে টাটা মোটর্স। এছাড়া টহলদারির জন্য কলকাতা পুলিশ আগে মাহিন্দ্রার কয়েকটি ছোট বৈদ্যুতিক হ্যাচব্যাক গাড়ি কিনেছিল। এই ধরনের গাড়িগুলি রবীন্দ্র সবোবর এবং কলকাতার পূর্ব দিকে নজরদারির জন্য ব্যবহৃত হয়।