ভারতে লঞ্চ হচ্ছে Poco Bluetooth Wireless Neckband ইয়ারফোন, পেল BIS সার্টিফিকেশন

Poco গতবছর জানিয়েছিল যে তারা শীঘ্রই অডিও প্রোডাক্ট সহ স্মার্টফোন অ্যাক্সেসরিজ সেগমেন্টে পা রাখতে চলেছে। এমনকি মাঝে শোনা যায় কোম্পানিটি Poco Pop Buds নামে একটি ট্রু ওয়ারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের ওপর কাজ করে করছে। গতমাসে এটি ব্লুটুথ সার্টিফিকেশন (Bluetooth SIG) লাভ করে এবং সামনে আসে যে Poco Pop Buds আসলে Redmi AirDots 3 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। এবার Poco-র একটি ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন ভারতের BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেল।

Poco Bluetooth Wireless Neckband কে দেখা গেল BIS সার্টিফিকেশন সাইটে

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সাইটে পোকো ব্লুটুথ ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনকে LYXQEJ05WM মডেল নম্বর সহ দেখা গেছে। এই একই মডেল নম্বর আমরা গতবছরের লঞ্চ হওয়া এমআই নেকব্যান্ড ইয়ারফোনস প্রো এর ক্ষেত্রেও ব্যবহার করতে দেখেছিলাম। ফলে পোকো নেকব্যান্ড ইয়ারফোনটিও রিব্র্যান্ডেড ভার্সন হবে।

BIS সার্টিফিকেশন সাইটে যদিও Poco Bluetooth Wireless Neckband ইয়ারফোনের স্পেসিফিকেশন উল্লেখ নেই। তবে এটি Mi Neckband Earphones Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ায়, এতে একই ফিচার থাকবে। সেক্ষেত্রে Poco ইয়ারফোনটি ১০ মিমি ড্রাইভার্স সহ আসতে পারে। আবার এতে ANC (Active Noise Cancellation) এবং ENC (Environmental Noise Cancellation) দ্বৈত প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

আবার এই ইয়ারফোনটিতে ১৫০ এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি থাকতে পারে। যেটি প্রায় ২০ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করতে পারে। আবার একে ব্লুটুথ (ভার্সন ৫.০)-এর মাধ্যমে আইফোন, অ্যান্ড্রয়েড, এবং উইন্ডোজ ডিভাইসের সাথে কানেক্ট করা যেতে পারে। ইয়ারফোনটি IPX5 রেটিং সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন