New Hero Optima CX: উন্নত ইলেকট্রিক স্কুটার আনছে হিরো, সমস্ত তথ্য ফাঁস, ১৪০ কিমি রেঞ্জ, ডুয়াল ব্যাটারি অপশনও থাকবে

ঊর্ধ্বগামী জ্বালানির দাম ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়িয়েছে। ভারতে এখনও ৯০ শতাংশ দু’চাকা গাড়ি পেট্রোলের মতো প্রথাগত জ্বালানিতে চলে। তেলের দাম বিগত ১৫ দিনের মধ্যে ৯ টাকা দামি হওয়ার ফলে বিপাকে পড়েছেন মোটরসাইকেল-স্কুটার ব্যবহারকারীরা। সেই কারণেই প্রধান বিকল্প হিসাবে ইলেকট্রিক স্কুটার আলোচনার কেন্দ্রে। দেশে ব্যাটারিচালিত স্কুটার প্রস্তুতকারীর সংখ্যা অগণিত। তবে যে সংস্থাগুলি সবচেয়ে বেশি ভরসা আদায় করে নিয়েছে, তাদের মধ্যে অন্যতম হিরো ইলেকট্রিক (Hero Electric)। বর্তমানে তারা দেশের বৃহত্তম ই-স্কুটার সংস্থা৷ সেই হিরোই এবার একটি নতুন ব্যাটারিচালিত স্কুটার লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ভারতীয় দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের জায়গা ধরে রাখতে বিভিন্ন সংস্থা হালে নতুন নতুন ফিচার দিয়ে ই-স্কুটার লঞ্চ করেছে। আবার বিক্রির ব্যবধান কমিয়ে হিরোর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ওলা (Ola), যারা মার্চে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার সংস্থায় পরিণত হয়েছে। প্রাসঙ্গিক থাকতে এবার সেই ঘোড়দৌড়ে হিরো ইলেকট্রিকের বাজি 2022 Hero Optima CX৷ যা সংস্থার বিদ্যমান অপ্টিমা সিরিজের আপগ্রেড ভার্সন। হিরো এই বিষয়ে এখনও কিছু না বললেও, একটি ওয়েবসাইটে ফাঁস হওয়া কয়েকটি ব্রোশার থেকে 2022 Hero Optima CX-এর বৈশিষ্ট্যগুলি সামনে এসেছে‌।

2022 Hero Optima CX ভ্যারিয়েন্ট

নতুন হিরো অপ্টিমা সিএক্স দু’টি ভ্যারিয়েন্টে আসবে- সিএক্স (সিঙ্গেল ব্যাটারি) এবং সিএক্স ইআর (ডুয়াল ব্যাটারি)  ই-স্কুটারটির বডি প্যানেলে ভ্যারিয়েন্টগুলির ব্যাজিং আরও বড় করে লেখা থাকবে। ফলে গ্রাহকদের বুঝতে সুবিধা হবে, কোনটিতে একটি ব্যাটারি আছে, এবং কোনটায় বেশি রেঞ্জের জন্য দু’টি ব্যাটারির অপশন।

Ola

2022 Hero Optima CX ইমপ্রুভমেন্টই মন্ত্র

অপ্টিমা সিরিজের এই নতুন মডেলটির ক্ষেত্রে উৎকর্ষসাধনকে এক নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার দাবি করেছে হিরো। অন্তত ব্রোশার সেই কথাই বলছে। ২০২২ হিরো অপ্টিমা সিএক্স পুরনো সিএক্স বা এইচএক্সের তুলনায় একাধিক ক্ষেত্রে আপগ্রেড পেয়েছে – চ্যাসিস, ব্রেক, মোটর, রেঞ্জ, ও স্পিড৷ চ্যাসিস এখন ২৫% বেশি মজবুতির গ্যারান্টি দিচ্ছে। পারফরম্যান্স উন্নত হওয়ার কারণে ব্রেকিং করানোর ক্ষমতা ৩০% বাড়িয়েছে হিরো‌।

2022 Hero Optima CX স্পেসিফিকেশন

২০২২ হিরো অপ্টিমা সিএক্সের ডিজাইনে কোনও অদলবদল করা হয়নি। যে টুকু পরিবর্তন তার সবটাই অভ্যন্তরীণ। ইলেকট্রির মোটরের এফিশিয়েন্সি ১০ বেড়েছে। ফলে টপ স্পিড ৪৫ কিমি/ঘন্টা। এতে ৫২.২ ভোল্ট, ৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা গরমেও সুরক্ষিত এবং দীর্ঘস্থায়ী থাকবে।

এই ধরনের ব্যাটারির থার্মাল পারফরম্যান্সও দারুণ। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও ইন্টেলিজেন্ট এবং এফিশিয়েন্ট। অন্যান্য ব্যাটারির তুলনায় জীবনকাল দ্বিগুণ। ২০২২ হিরো অপ্টিমা সিএক্সের ব্যাটারিটি চার্জ না ফুরোনো পর্যন্ত ৮২ কিমি সফর করতে পারবে। আবার ডুয়াল ব্যাটারির ক্ষেত্রে রেঞ্জ ১৪০ কিমি। অর্থাৎ চার্জে পরিপূর্ণ অবস্থায় ব্যাটারি অতটা পথ অতিক্রম করতে সক্ষম।

২০২২ হিরো অপ্টিমা সিএক্স ইলেকট্রিক স্কুটারের ৫৫০ ওয়াট ইলেকট্রিক মোটর থেকে ১.২ কিলোওয়াট পাওয়ার পাওয়া যাবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘন্টা সময় লাগবে। ২০২২ হিরো অপ্টিমা সিএক্সের ওজন ৮২ কেজি। আর একটি অতিরিক্ত ব্যাটারি থাকার কারণে অপ্টিমা সিএক্স ইআর ভ্যারিয়েন্টের ওজন ৯৩ কেজি (কার্ব)। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মিমি‌।

2022 Hero Optima CX ফিচার্স

বেশিরভাগ ব্যাটারিচালিত স্কুটারে আমরা হ্যালোজেন হেডল্যাম্প দেখতে অভ্যস্ত। তবে নতুন হিরো অপ্টিমা সিএক্স এলইডি হেডল্যাম্প পেয়েছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ডার্ক মোড রয়েছে, যাতে দিনের আলোয় রাস্তায় বিভিন্ন তথ্য সঠিকভাবে দেখা যায়। এছাড়া, ব্রোশার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরো অপ্টিমা সিএক্স ইউএসবি চার্জিং পোর্ট, ক্রুজ কন্ট্রোল, ওয়াক অ্যাসিস্ট, রিভার্স মোড, টেলিস্কোপিক সাসপেনশন, এবং টিউবলেস টায়ারের সাথে আসবে।

2022 Hero Optima CX দাম (সম্ভাব্য)

বর্তমানে হিরো অপ্টিমা এইচএক্স এবং অপ্টিমার দাম যথাক্রমে ৫৫,৫৮০ এবং ৫১,১৪০ টাকা থেকে শুরু। অনুমান, ২০২২ হিরো অপ্টিমা সিএক্সের প্রারম্ভিক দাম ৬০,০০০ টাকার মধ্যে রাখা হবে। অন্য দিকে, ডুয়াল ব্যাটারির সিএক্স ইআরের মূল্য ৭০,০০০ টাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনা। দু’টি ভ্যারিয়েন্টই ব্লু, গ্রে, এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। হিরো ইলেকট্রিক তাদের এই নতুন ইলেকট্রিক স্কুটার খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করবে বলে আশা করা যায়।