50MP ক্যামেরা ও বড় ডিসপ্লের সঙ্গে আসছে Honor X5 Plus, সাপোর্ট করবে NFC ফিচারও

অনর কিছু ঘোষণা না করলেও, গত মাসে সবাইকে অবাক করে Honor X5 Plus এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। এতে গুগল মোবাইল পরিষেবা থাকবে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ফলে স্মার্টফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এখন সেই জল্পনা বাড়িয়ে Honor X5 Plus সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন এবং গুগল প্লে (Google Play)-সাপোর্টেড ডিভাইসের তালিকায় উপস্থিত হয়েছে।

Honor X5 Plus-কে দেখা গেল TDRA এবং Google Play-সাপোর্টেড ডিভাইসের তালিকায়

অনর এক্স৫ প্লাস ফোনটি WOD-LX2 মডেল নম্বর সহ টিডিএরএ সার্টিফিকেশন ওয়েবসাইট এবং গুগল প্লে-সাপোর্টেড ডিভাইস ডেটাবেসে উপস্থিত হয়েছে। সেখান থেকে স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য সামনে না এলেও, সংযুক্ত আরব আমিরাতে লঞ্চের জন্য অনর এক্স৫ প্লাস সবুজ সঙ্কেত পেয়েছে বলেই নিশ্চিত হওয়া যায়। আর প্রথমেই বলেছিলাম, স্পেসিফিকেশন লিক হওয়ার কথা। তাহলে কী কী থাকছে এই ফোনে? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Honor X5 Plus-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অনর এক্স৫ প্লাস বড় ৬.৫৬ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লের সাথে আসবে, যা ১,৬১২ × ৭২০ পিক্সেলের রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দ্বারা গঠিত রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর এর অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড ১৩ হবে বলে আশা করা হচ্ছে, যার ওপর অনরের ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) ইন্টারফেসের স্তর থাকবে।

এছাড়াও, Honor X5 Plus ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির কানেক্টিভিটি অপশনে থাকবে ৪জি সংযোগ, ওয়াই-ফাই ৫, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ব্লুটুথ ৫.০, ডুয়েল ন্যানো-সিম সাপোর্ট।