iPhone Flip নামে আসবে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন? ডিজাইন কেমন হবে?

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের (Samsung) দৌরাত্ম্যের কথা সকলের জানা। এই পরিসরে তাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া সত্যিই বিরল ব্যাপার। কিন্তু বিপক্ষ হিসেবে যখন অ্যাপলের (Apple) নাম উঠে আসে, তখন তীব্র স্যামসাং অনুরাগী হওয়া সত্ত্বেও বুকটা একটু কেঁপে ওঠে! আজ্ঞে হ্যাঁ, দীর্ঘদিন ধরেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নিজেদের প্রথম ডিভাইস লঞ্চের জন্য Apple চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে জল্পনার কোনো অন্ত নেই। বিভিন্ন মহলের প্রযুক্তিপ্রেমীরা অ্যাপলের ফোল্ডেবল (Apple Foldable) স্মার্টফোন প্রকাশ্যে দেখার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু Apple কর্তৃপক্ষের মুখে এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই।

Apple-এর প্রথম Foldable ফোনের নাম iPhone Flip? কেমন হবে ডিজাইন?

বহু চর্চা হলেও এতদিন পর্যন্ত কারো পক্ষে অ্যাপলের ফোল্ডেবল ফোনের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি কনসেপ্টস আইফোন (Concept iPhone) তাদের একটি ইউটিউব ভিডিওয় দাবী করেছে যে অ্যাপলের আলোচ্য স্মার্টফোন ‘iPhone Flip’ নামে বাজারে আসতে পারে। একইসাথে তারা এই ফোনের লুক ও ডিজাইন সম্পর্কেও আলোকপাত করেছে। সেখানে তাদের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য iPhone Flip ক্ল্যামশেল ডিজাইনের সঙ্গে প্রকাশ্যে আসবে। গত মাসে লঞ্চ হওয়া Samsung Z Flip 3 স্মার্টফোনের সাথে এর কিছুটা সাদৃশ্য দেখা যেতে পারে। এছাড়া ভিডিওতে প্রদর্শিত আইফোন ফ্লিপের সঙ্গে iPhone 12 ডিভাইসের অনেক মিল পাওয়া গেছে।

ভিডিওয় দেখানো স্টেইনলেস স্টিল কার্ভড এজ বিশিষ্ট মেটালিক বডির iPhone Flip ডিভাইসে অ্যান্টেনা লাইন, লাইটনিং পোর্ট, ইয়ারপিস, স্পিকার, পাওয়ার ও ভলিউম কন্ট্রোল বাটনের উপস্থিতি সবক্ষেত্রেই পূর্বসূরি iPhone 12 মডেলের ছাপ স্পষ্ট। তবু একটি ক্ষেত্রে ডিভাইস দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সম্ভাব্য iPhone Flip ডিভাইসে নচের আকৃতি তুলনামূলকভাবে ছোট হতে পারে যা দেখে iPhone 13 ডিভাইসের কথা মনে পড়া স্বাভাবিক।

তাছাড়া Concepts iPhone -এর দাবী অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল স্মার্টফোন ১২০ হার্টজ প্রো মোশন লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে (Pro Motion Liquid Retina XDR Display) সহ আসবে। এটি কোম্পানির নতুন এম১ (M1) চিপসেট দ্বারা চালিত হবে।

সুরক্ষিত ব্যবহারের জন্য অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল ফোনে দুই ধরনের বায়োমেট্রিক-নির্ভর সিকিউরিটি ফিচারের দেখা মিলতে পারে বলে আলোচ্য কনসেপ্ট ভিডিও থেকে জানা গিয়েছে। এক্ষেত্রে মডেলটিতে ফেস আইডি (Face ID) ও টাচ আইডি (Touch ID) ব্যবহারের সুবিধা মিলতে পারে।

সম্ভাব্য ডিভাইস কোন কোন রঙে উপলব্ধ হবে জেনে নিন

কনসেপ্টস আইফোনের ইউটিউব ভিডিও সবকিছু ছাড়িয়ে সম্ভাব্য ডিভাইসের রঙের ব্যাপারেও আগাম ভবিষ্যদ্বাণী করেছে! সিলভার, রোজ গোল্ড, ট্যানজারিন ও লাল রঙের বিকল্পের সঙ্গে iPhone Flip বাজারে আসবে বলে ভিডিও নির্মাতাদের অভিমত। তাছাড়া সম্ভাব্য ডিভাইসে এয়ার চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হতে পারে বলেও তারা জানিয়েছে।

অবশ্য যত বেশী আলোচনাই করা হোক না কেন এখনও পর্যন্ত অ্যাপল স্বয়ং উপরোক্ত ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তাই কনসেপ্ট ভিডিও দেখে আইফোনের সম্ভাব্য ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে ধারণা পরবর্তীতে ভুল প্রমাণিত হতেই পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন