Best ADAS Car: চালকের ভুল ধরে নিজে থেকেই দুর্ঘটনা এড়াতে পারে, সস্তায় এমন প্রযুক্তি এই 5 গাড়িতে

একটা সময় গাড়ি কেবলমাত্র যাতায়াত ব্যবস্থার একটি মাধ্যম হলেও বর্তমানে বদলেছে তার ধ্যান-ধারণা। একবিংশ শতকের ‘২৩ এর দশকের শেষ লগ্নে দাঁড়িয়ে যখন ভারতের মাটি থেকে সূর্য অভিমুখে ছুটছে “আদিত্য”, তার বেশ কয়েক বছর আগে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার নানা কেরামতির আভাস পেয়েছি আমরা। আজকালকার দিনের অত্যাধুনিক গাড়িতে সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে কৃত্রিম বুদ্ধিমত্তা শরণাপন্ন হচ্ছেন সব নির্মাতারা। এদের মধ্যে অন্যতম হলো অ্যাডাস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম)। আল্ট্রাসাউন্ড ওয়েভ, রাডার এবং গাড়ির চারপাশে লাগানো ক্যামেরার সাহায্যে আশেপাশের পরিবেশে থাকা অন্যান্য সমস্ত বস্তুর অস্তিত্ব সেন্সরের মাধ্যমে বুঝতে পারে এই সুরক্ষা ব্যবস্থা। ফলে চালকের ভুল হলেও সেটা শুধরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে অনেকটাই।

এমন অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা কিছুকাল আগে পর্যন্তও কেবলমাত্র প্রিমিয়াম গাড়িগুলিতেই উপলব্ধ ছিল। কিন্তু যুগ বদলের সঙ্গে সঙ্গেই আজ মধ্যবিত্তের নাগালে থাকা বিভিন্ন চার চাকাতে হাজির এই প্রাণদায়ী ফিচার। দীপাবলি আর ক’দিন পরেই। আর সেই উপলক্ষে নতুন গাড়ি কেনার কথা ভাবেন অনেকেই। তাদের জন্যই ADAS ফিচার সহ সবচেয়ে সস্তা পাঁচটি গাড়ির সন্ধান দিলাম আমরা।

Hyundai Venue: (দাম- ১২.৪৪-১৩.৩৮ লক্ষ টাকা)

সাবকম্প্যাক্ট এসইউভি জগতে বিগত কয়েক বছর ধরেই দাপটের সঙ্গে রাজ করছে Hyundai Venue। আপডেটেড ভার্সনে যুক্ত হয়েছে অ্যাডাস ফিচার। এক লিটারের টার্বো পেট্রল ইঞ্জিনের পাশাপাশি ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন উপলব্ধ এতে। টার্বো পেট্রোল ইঞ্জিনটির আউটপুট ১১৮ বিএইচপি এবং ১৭২ এনএম। সেভেন স্পিড ডুয়েল ক্লাচ অটোমেটিক সহ সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকছে। অন্যদিকে ছয় ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স সমৃদ্ধ ডিজেল ইঞ্জিনটি থেকে ১১৪ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক উৎপাদিত হয়।

Honda Elevate: (দাম- ১৪.৯০-১৬.২৮ লাখ টাকা)

মিড সাইজ এসইউভির তালিকায় নবতম সংযোজন Honda Elevate। এই মুহূর্তে এই সেগমেন্টে ভারতে যে কয়েকটি গাড়িতে অ্যাডাস উপলব্ধ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পকেট সাশ্রয়ী মূল্যে মেলে হোন্ডার এই গাড়িটি। সংস্থার কথায়, এই প্রযুক্তির পোশাকি নাম হোন্ডা সেন্সিং। গাড়িটির কেবলমাত্র ZX ভার্সনে এই সুরক্ষা ব্যবস্থা বর্তমান। এতে রয়েছে ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন যা ১১৯ বিএইচপি এবং ১৪৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সিক্স স্পিড ম্যানুয়াল ও সিভিটি অটোমেটিক গিয়ারবক্স অপশনে বেছে নেওয়া যায়।

Honda City: (দাম- ১২.৫১-১৬.১৯ লাখ টাকা)

ভারতের অন্যতম জনপ্রিয় সেডান হল Honda City। গাড়িটির এন্ট্রি লেভেলের ভ্যারিয়েন্ট বাদে বাকি তিনটি- V, VX এবং ZX ভার্সনে উপলব্ধ রয়েছে অ্যাডাস। এদের মধ্যে সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক গিয়ার বক্সের অপশন পাবেন আপনি। ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিনের সাহায্যে হোন্ডা সিটি সর্বোচ্চ ১১৯ বিএইচপি ক্ষমতা এবং ১৪৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে।

Hyundai Verna: (দাম- ১৫.৯৯-১৭.৩৮ লাখ টাকা)

হোন্ডা সিটি এর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী Hyundai Verna তার নিজ গুণে বাজার মাতিয়ে রেখেছে। এই গাড়ির SX(O) ভ্যারিয়েন্টে অ্যাডাস ফিচার উপলব্ধ রয়েছে, যা স্মার্টসেন্স নামে পরিচিত। এটি ১.৫ লিটার সাধারণ পেট্রোল এবং ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের মধ্যে বেছে নেওয়া যায়। প্রথমটি থেকে ১১৩ বিএইচপি এবং ১৪৩.৮ এনএম টর্ক এবং দ্বিতীয়টি ১৫৭ বিএইচপি ক্ষমতা এবং ২৫৩ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। এই ইঞ্জিনের সঙ্গে সেভেন স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক এবং সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন বিকল্প পাওয়া যাবে।

Kia Seltos: (দাম- ১৯.৪০-২০ লাখ টাকা)

কয়েকমাস আগেই আত্মপ্রকাশ করা Kia Seltos ফেসলিফ্টের চারটি ভ্যারিয়েন্টে অ্যাডাস প্রযুক্তি রয়েছে। এটি দুই ধরনের ইঞ্জিন স্পেসিফিকেশনে উপলব্ধ। একটি ১৫৮ বিএইচপি শক্তি এবং ২৫৩ এনএম টর্ক উৎপাদনকারী ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। আর দ্বিতীয়টি ১১৪ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক উৎপাদনকারী ডিজেল ইঞ্জিন।