Hero Optima HX ইলেকট্রিক স্কুটার এখন আরও সস্তা, ডুয়েল ব্যাটারি ভ্যারিয়েন্টেও কেনা যাবে

FAME-II প্রকল্পে কেন্দ্রীয় সরকার ভর্তুকি বাড়িয়ে দেওয়ার পর থেকেই ইলেকট্রিক টু-হুইলারের দাম ভারতে হু হু করে কমতে শুরু করেছে। দেশের বিদ্যুৎ চালিত স্কুটার মার্কেটে অগ্রগণী সংস্থা হিসেবে পরিচিত Hero Electric এবার তার জনপ্রিয় Optima HX মডেলের দাম ৮,০৪০ টাকা হ্রাস করার কথা ঘোষণা করল।

Hero Optima HX ইলেকট্রিক স্কুটারের আগে দাম ছিল ৬১,৬৪০ টাকা। এখন দাম কমানোর ফলে স্কুটারটি ৫৩,৬০০ টাকায় কিনতে পাওয়া যাবে। এটা সিঙ্গেল ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম৷ যারা ডুয়েল ব্যাটারি সহ কিনতে চান, তাদেরকে ৫৮,৯৮০ টাচা খরচ করতে হবে। এমনকি ২,৯৯৯ টাকা অগ্রিম দিয়ে কোম্পানির ওয়েবসাইটে Optima HX বুকিং করার সুবিধা মিলছে।

Hero Optima HX ব্যাটারি, মোটর, ও রেঞ্জ

স্কুটারটির ৫১.২ ভোল্টের ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ফুল চার্জে ৮০ কিমি পথ চলতে পারে। আবার ডুয়েল ব্যাটারি ভ্যারিয়েন্টের রাইডিং রেঞ্জ ১২২ কিমি। Optima HX ১.২ কিলোওয়াট ইলেকট্রিক মোটরের সাথে এসেছে, যার গতিসীমা ৪২ কিমি৷ ব্যাটারি চার্জ করতে প্রায় ৫ ঘন্টার কাছাকাছি সময় লাগে।

Hero Optima HX ফিচার ও কালার অপশন

Optima HX-এর ফিচারের মধ্যে পাবেন টার্ন ইন্ডিকেটর, এলইডি হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, রিমোট লক, অ্যান্টি থেফ্ট এলার্ম।

রেড, গ্রে, ব্লু, এবং হোয়াইট কালার অপশনে Hero Optima HX বেছে নেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন