Aadhaar Card: আধার কার্ড ব্যবহারের সময় এই ৬টি বিষয় খেয়াল রাখুন, নাহলে হতে পারে বড় ক্ষতি

বয়েস আট হোক কিংবা আশি, বর্তমানে প্রত্যেক ভারতীয়ের কাছেই নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে থাকে আধার (Aadhaar) কার্ড। বিভিন্ন সরকারি, বেসরকারি কাজে হোক বা দৈনন্দিন জীবনের অন্য কোনো প্রয়োজন – সমস্ত ক্ষেত্রেই নির্দিষ্ট ১২ সংখ্যার আইডি বিশিষ্ট আধার কার্ড কার্যকরী। তবে সাম্প্রতিক আধার কার্ডধারীরা যদি বিশেষ কিছু বিষয় খেয়াল না রাখেন, তাহলে কিন্তু জরুরি নথিটিই হয়ে উঠতে পারে ক্ষতির কারণ। হ্যাঁ ঠিকই বলছি! আসলে, গত কয়েকদিন ধরে আধার কার্ডের অপব্যবহারের খবর সামনে আসছে। তাই দেশের সাধারণ মানুষকে সুরক্ষিত থাকার জন্য আধার কর্তৃপক্ষ অর্থাৎ UIDAI সম্প্রতি কিছু টিপস শেয়ার করেছে। সেক্ষেত্রে আপনি এই কর্মব্যস্ত জীবনে কোনো ঝামেলার মুখে পড়তে না চান, তাহলে অবশ্যই উক্ত টিপসগুলি অনুসরণ করুন।

Aadhaar সংক্রান্ত ক্ষতি থেকে বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি

১. আধারের ওটিপি কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয়। প্রয়োজনে আপনি নিজেই আপনার আধারের সাথে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য চেক করতে পারেন।

২. আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ল্যাপটপ থেকে ই-আধার ডাউনলোড করে থাকেন, তাহলে ব্যবহারের পর ফাইলটি সেই ডিভাইস থেকে মুছে দিন। মনে রাখবেন যে, আধার কর্তৃপক্ষ মানে ইউআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল থেকে আধার ডাউনলোড করা যায়।

৩. আপনি যদি বেশিরভাগ সময় আধার ব্যবহার করে থাকেন, তাহলে আধার অথেন্টিক হিস্ট্রি অবশ্যই চেক করুন। ভারত সরকার প্রতি ৬ মাসে ৫০টি আধার ব্যবহারের তথ্য প্রদান করে, যাতে আধার ব্যবহারের তারিখ ও সময় দেওয়া থাকে। এই তথ্য থেকে আপনি জানতে পারবেন যে আপনার আধারের অপব্যবহার হয়েছে কিনা।

৪. আধারের অপব্যবহার রোধ করতে ব্যবহারকারীদের এটি বায়োমেট্রিক্স লক করে রাখা উচিত। সেক্ষেত্রে আধার লক বা আনলকের জন্য আপনার ১৬ সংখ্যার ভিআইডি (VID) হাতের নাগালে রাখুন।

৫. আপনি যদি কোথাও আধার নম্বর দেখাতে না চান, তাহলে আপনি তার পরিবর্তে ভিআইডি বা মাস্কড আধার ব্যবহার করতে পারেন। ইউআইডিএআইয়ের মতে এটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া যাতে আপনি চাইলে অপব্যবহার এড়াতে পারবেন।

৬. আধারের সাথে সর্বদা আপনার লেটেস্ট মোবাইল নম্বর আপডেট রাখুন। এক্ষেত্রে আপনার যদি কোনো সন্দেহ থাকে যে আপনার নিজস্ব মোবাইল নম্বর বা ইমেইল আইডি আধারের সাথে লিঙ্ক নেই, তাহলে সন্দেহ দূর করতে আপনি লিঙ্কটি ব্যবহার করতে পারেন।