বড় সুখবর, ডিসেম্বর থেকে সমস্ত OnePlus ফোনে চলবে Jio 5G

এ বছর অক্টোবর মাসের শুরুতেই ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গেছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্তে এই দ্রুততম নেটওয়ার্ক ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন সংস্থা এবং স্মার্টফোন নির্মাতারা একত্রে কাজ করছে। গতমাসে ওপ্পো তাদের 5G-রেডি ডিভাইসগুলিতে স্ট্যান্ড-অ্যালোন (SA) ৫জি নেটওয়ার্ক চালু করার জন্য রিলায়েন্স জিও (Reliance Jio)-এর সাথে হাত মিলিয়েছে। আর এখন ওয়ানপ্লাস (OnePlus)-ও সেই একই পথে হেঁটে, ভারতের সর্ববৃহৎ টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio)-এর সাথে তাদের পার্টনারশিপ ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের দরুন, ওয়ানপ্লাসের সমস্ত ৫জি ডিভাইস Jio True 5G প্রযুক্তি দ্বারা চালিত হবে।

OnePlus-এর 5G স্মার্টফোন ব্যবহারকারীরা এবার Jio True 5G-এর সুবিধা পাবেন

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, চলতি ডিসেম্বর থেকেই ব্যবহারকারীরা তাদের ৫জি ডিভাইসে জিও ট্রু ৫জি অ্যাক্সেস করতে পারবেন। OnePlus 10 সিরিজ, OnePlus 9R এবং OnePlus 8 সিরিজের পাশাপাশি Nord, Nord 2T, Nord 2, Nord CE, Nord CE 2, এবং Nord CE 2 Lite ইউজাররা তাদের নিজস্ব স্মার্টফোনে দ্রুততম ৫জি নেটওয়ার্ক এবং তার দুর্দান্ত গতি উপভোগ করতে পারবেন।

এছাড়াও, কোম্পানি জানিয়েছে যে শীঘ্রই ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস ৯আরটি ব্যবহারকারীরা তাদের ডিভাইসগুলিতে ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করতে সক্ষম হবেন। ওয়ানপ্লাস আরও উল্লেখ করেছে যে, তারা ভারতীয় গ্রাহকদের কাছে ৫জি প্রযুক্তি অ্যাক্সেসযোগ্য করতে বর্তমানে রিলায়েন্স জিওর সাথে সক্রিয়ভাবে কাজ করছে।

প্রসঙ্গত, পার্টনারশিপের বিষয়ে বলতে গেলে, ওয়ানপ্লাস ইন্ডিয়া-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ভারতের আঞ্চলিক প্রধান নবনীত নাকরা জানিয়েছেন যে, তারা ভারতে তাদের গ্রাহকবেসের কাছে ৫জি প্রযুক্তি নিয়ে আসার জন্য জিও টিমের সাথে অংশীদারিত্ব শুরু করতে পেরে আনন্দিত। ৫জি প্রযুক্তির সাথে, ব্যবহারকারীরা সত্যিকারের নিরবচ্ছিন্ন, দ্রুত ইন্টারনেটের অভিজ্ঞতা উপভোগ করবেন। আগের চেয়ে অনেক দ্রুততার সঙ্গে স্মার্টফোনে দৈনন্দিন কাজগুলি করা যাবে, যেমনটা গ্রাহকরা আগে কখনও কল্পনা করেননি। ৫জি চালু হওয়ার সাথে সাথে, ওয়ানপ্লাস ৫জি-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D)-এ নেতৃত্ব প্রদর্শন করে চলেছে এবং তারা সারা বিশ্ব জুড়ে গ্রাহকদের কাছে ৫জি ডিভাইস আনার ক্ষেত্রে অন্যান্য নির্মাতাদের থেকে আগে এগিয়ে রয়েছে। কোম্পানিটি ২০২০ সালের এপ্রিল মাসে OnePlus 8 সিরিজের সাথে ভারতে ৫জি স্মার্টফোনের প্রথম লাইনআপটি লঞ্চ করেছিল, তারপর থেকে যত ওয়ানপ্লাস ফোন এদেশে লঞ্চ হয়েছে সবই ৫জি-রেডি বলে জানিয়েছেন সিইও নবনীত নাকরা।

উল্লেখ্য, ওয়ানপ্লাস সম্প্রতি এও ঘোষণা করেছে যে, আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ওয়ানপ্লাস অ্যানুয়াল সেল চলাকালীন ক্রেতারা ১০,৮০০ টাকার ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন। প্রথম ১,০০০ জন অতিরিক্ত ১,৪৯৯ টাকা মূল্যের কমপ্লিমেন্টারি রেড কেবল কেয়ার প্ল্যান এবং ৩৯৯ টাকা মূল্যের জিও সাভন প্রো প্ল্যান পেতে পারেন।