ইন্টারনেট ছাড়াই পাবজি মোবাইল কিভাবে ডাউনলোড করবেন

মোবাইল গেম খেলতে আমরা অনেকেই ভালোবাসি। পাবজি মোবাইল, কল অফ ডিউটি ইত্যাদি গেমে তরুণ প্রজন্মের একাংশ মজে আছে। তবে এই গেমগুলি ডাউনলোড করতে বেশ অনেকটাই ইন্টারনেট খরচ করতে হয়, যেমন – PUBG Mobile গেমের সাইজ ১.৮ জিবি। এবার আপনার কাছে যদি অফুরন্ত ইন্টারনেট থাকে তবে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনার নির্দিষ্ট ডেটা প্ল্যান থাকে তবে সেক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন। তবে আমরা একটি উপায় খুঁজে বের করেছি, যার সাহায্যে বিনা ডেটা খরচে আপনি আপনার স্মার্টফোনে গেম ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তবে এটি শুধু অ্যান্ড্রয়েড ফোনে কার্যকরী, আইফোনে নয়।

এর জন্য আপনাকে প্রথমে কোন বন্ধুর কাছে গেমের লেটেস্ট ভার্সন রয়েছে, সেটি দেখতে হবে। প্রথমে আপনাদের দুজনকেই গুগল বা সুপারবিমের মত ফাইল ট্রান্সফার মাধ্যম ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এরপর, আপনার বন্ধুর ডিভাইস থেকে পাবজি বা অন্য কোনো গেমের APK ফাইল আপনার ফোনে ট্রান্সফার করে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি খুলুন এবং আপনার স্মার্টফোনে লোকাল ফোল্ডার তৈরি করতে অনলাইন ফাইলগুলি খোঁজার চেষ্টা করুন। অনলাইনের ফাইলগুলি খুঁজে পাওয়ার পর, অ্যাপটিকে বন্ধ করে দিন।

এরপর আপনার বন্ধুর ফোন থেকে আপনার ডিভাইসে ওবিবি ফাইলগুলি ট্রান্সফার করতে হবে। এরজন্য, আপনার বন্ধুর ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে গিয়ে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ‘obb’ ফাইলে ক্লিক করুন। এরপর আপনাকে যা করতে হবে তা হল, ‘com.tencent.ig’ ফোল্ডার থেকে ‘main.11460.comtencent.ig.obb’ বেছে নিয়ে আপনার ফোনে ট্রান্সফার করুন। একই সাথে ফাইল ম্যানেজারে গিয়ে অ্যান্ড্রয়েড ডেটা থেকে ‘com.tencent.ig’ ফোল্ডারটি বেছে নিয়ে সেটিকেও ট্রান্সফার করুন।

সবশেষে, আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে ওই ওবিবি ডেটা এবং গেম ফোল্ডারগুলি রিপ্লেস করুন। এরপর গেমটি খুলে, প্রয়োজনীয় অনুমতি দিয়ে এবং লগ-ইন করে গেমটি উপভোগ করুন।