iQOO 12 ও iQOO 12 বিশ্বের সবচেয়ে দ্রুত অ্যান্ড্রয়েড প্রসেসর সহ 7 নভেম্বর লঞ্চ হচ্ছে

iQOO 12 হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যেখানে প্রো ফোনে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে

iQOO অবশেষে তাদের iQOO 12 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করল। জানা গেছে, আগামী ৭ নভেম্বর চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই সিরিজের দুটি ফোন iQOO 12 ও iQOO 12 Pro লঞ্চ হবে। শোনা যাচ্ছে যে, এই সিরিজের বেস মডেলটি শীঘ্রই গ্লোবাল মার্কেটেও পা রাখবে। কিন্তু প্রো মডেলটি কেবল চীনে পাওয়া যাবে।

iQOO 12 ও iQOO 12 Pro মডেলে থাকবে Snapdragon 8 Gen 3 প্রসেসর

আইকো ১২ সিরিজে থাকবে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এই প্রসেসর অ্যাপলের এ সিরিজের চিপসেটকে টেক্কা দেবে। আবার এই সিরিজের ফোনে ডেডিকেটেড ডিসপ্লে প্রসেসর থাকবে, যা গেমিং পারফরম্যান্সের উন্নত করবে।

আর আইকো ১২ ফোনে ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। আর আইকো ১২ প্রো মডেলে থাকবে ২কে রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর উভয় ফোনে ৫০ মেগাপিক্সেল ওভি৫০এইচ প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। আর বেস মডেলে টেলিফটো ক্যামেরা ও প্রো মডেলে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

এদিকে iQOO 12 হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যেখানে প্রো ফোনে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই উভয় ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর প্রো মডেলটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ আসবে।