ফার্স্ট ও সেকেন্ড বয়ের মধ্যে অবিশ্বাস্য ফারাক! Splendor এর থেকে প্রায় 20 লাখ পিস কম বিক্রি Shine-র

ভারতের অটোমোবাইল সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম (SIAM) ২০২২-২৩ অর্থবর্ষের সর্বাধিক বিক্রিত প্রথম ১০টি মোটরসাইকেল ও স্কুটারের তালিকা সর্বসমক্ষে জানলো। বরাবরের মতো তালিকার প্রথম স্থান দখলের মাধ্যমে ভারতীয় টু-হুইলারের দুনিয়ায় নিজের আধিপত্য বজায় বাখতে সক্ষম হয়েছে Hero Splendor। গত এক বছরে এটি মোট ৩২.৫৬ লক্ষ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে।

গত অর্থবর্ষে বিক্রিত সর্বাধিক দশ টু-হুইলার

দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে Honda Activa। এটি আগের আর্থিকবর্ষে মোট ২১.৫০ লক্ষ ক্রেতার সন্ধান পেয়েছিল। তালিকার তৃতীয় স্থানে দেখা গেছে Honda CB Shine-কে। ২০২২-২৩-এ বাইকটি ১২.০৯ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। অর্থাৎ শীর্ষস্থানে থাকা স্প্লেন্ডর এর তুলনায় প্রায় ১৯.৬০ লক্ষ ইউনিট কম বিক্রি হয়েছে। Hero HF Deluxe ১০.৫২ লক্ষ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছে।

পঞ্চম স্থানের দখলদার Bajaj Pulsar। ২০২২ এপ্রিল থেকে ২০২৩ মার্চ পর্যন্ত ১০.২৯ ইউনিট বিক্রি হয়েছে পালসার সিরিজের বাইকগুলি। আধুনিকতার জন্য কয়েক দশক ধরে এটি তরুণ প্রজন্মের থেকে ভালোবাসা পেয়ে আসছে। তালিকার পরের স্থানটি নিজের দখলে এনেছে TVS Jupiter। গত অর্থবর্ষে মোট ৭.৩০ লক্ষ নতুন ক্রেতার হাতে স্কুটারটির চাবি তুলে দিয়েছে টিভিএস।

সপ্তম স্থানে জায়গা পেয়েছে Bajaj Platina। অতি জনপ্রিয় মোটরসাইকেলটি ২০২২-২৩ আর্থিকবর্ষে মোট ৫.৩৪ লক্ষ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। আট নম্বরে উঠে এসেছে Suzuki Access-এর নাম। স্কুটারটি বিক্রি হয়েছে মোট ৪.৯৯ লক্ষ ইউনিট। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে TVS XL100 ও TVS Apache। এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৪.৪২ লক্ষ ও ৩.৪৯ লক্ষ ইউনিট।