Samsung Galaxy Z Flip 3 এর দাম ও লঞ্চের সময় ফাঁস, থাকতে পারে S Pen সাপোর্ট

Samsung কি তাহলে আগস্টের প্রথমেই ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Flip 3 লঞ্চ করবে বলে পরিকল্পনা করছে? আসলে জুন বা জুলাইতে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে প্রাথমিক সূত্র মারফত জানা গিয়েছিল। কিন্তু আগস্টেই Galaxy Z Flip 3 বাজারে আসবে বলে এক টিপস্টার চাঞ্চল্যকর দাবি করার পর এখন জল্পনা বেড়েছে। আবার ওই টিপস্টার ডিভাইসটির দামও ফাঁস করেছেন৷ আপকামিং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ সম্পর্কে তিনি কী কী জানিয়েছেন আসুন দেখে নিই…

Samsung Galaxy Z Flip 3 : দাম ও লঞ্চের সময় (সম্ভাব্য)

টিপস্টার ট্রন -এর মতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর দাম ৯৯৯ (পায় ৭৩,০০০ টাকা ) ডলার থেকে ১০৯৯ ডলারের (প্রায় ৮০,০৭০ টাকা) মধ্যে রাখা হবে। তারপর অবশ্য নিজের টুইটের রিপ্লাইতে ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ দাম ১১৯৯ ডলার (প্রায় ৮৮,০০০ টাকা) হবে বলে ট্রন লিখেছে৷ তাঁর মতে, ফোনটি ৩ আগস্ট লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে।

Samsung Galaxy Z Flip 3 সম্পর্কে আর কী কী জানা গিয়েছে

চিনের 3C সার্টিফিকেশন সাইটে গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোনটিকে সম্প্রতি স্পট করা হয়েছিল। 3C লিস্টিং অনুসারে এতে সর্বোচ্চ ১৫ ওয়াট (৯ ভোল্ট, ১.৬৭  অ্যাম্পিয়ার আওয়ার) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ আবার এটি এডাপ্টিভ ফাস্ট চার্জার সহ আসবে বলে শোনা যাচ্ছে।

Galaxy Z Flip 3-এর রেন্ডার ইতিমধ্যে সামনে এসেছে। রেন্ডারে প্রত্যাশামতোই ফোনটিকে অরিজিনাল Z Flip 3-এর  মতো ক্ল্যামশেল ফোল্ডিং মেকানিজম সহ দেখা গিয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা থাকবে। আবার হোল-পাঞ্চ কাটআউটে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়া এটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

উল্লেখ্য, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর বড়সড় পরিবর্তন দেখা যাবে এর সেকেন্ডারি ডিসপ্লেতে। অরিজিনাল ফ্লিপ-এ ১.১ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে ছিল। তবে জেড ফ্লিপ ৩ আরও বড় কভার ডিসপ্লে সহ আসবে। আবার ফোনটির ভিতরে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে। স্মার্টফোনটির সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন থাকতে পারে। এছাড়া নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোল্ডিং ফোনে এস পেন স্টাইলাস (S Pen Stylus)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন