নতুন ইঞ্জিনের সাথে আসছে Hero Maestro Edge 110, টেস্ট রাইডের জন্য রেজিস্ট্রেশন শুরু

Hero Moto Corp তাদের Maestro Edge 110 স্কুটারটির BS6 ভ্যারিয়েন্ট প্রকাশ্যে আনলো। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে স্কুটারটিকে অর্ন্তভূক্ত করা হয়েছে। সেখানে স্কুটারটির স্পেসিফিকেশন সর্ম্পকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। তবে এটি কবে লঞ্চ করা হবে বা দাম কত রাখা হবে সেই বিষয়ক কোনো তথ্য হিরো এখনো জানায়নি। তবে অনুমান, একে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। এছাড়া স্কুটারটির প্রোডাক্ট পেজে “Request a call back option” রাখা হয়েছে। ফলে স্পষ্ট, কোম্পানি স্কুটারটির টেস্ট রাইড নিতে আগ্রহী ক্রেতাদের রেজিস্ট্রেশন গ্রহন করছে।

ওয়েবসাইট অনুযায়ী Maestro Edge 110 স্কুটারটি প্যান্থার ব্ল্যাক, টেকনো ব্লু, মিডনাইট ব্লু, সীল সিলভার, ক্যান্ডি ব্লেজিং রেড এবং পার্ল ফেডলেস হোয়াইট এই ছয়টি রঙের বিকল্পে উপলব্ধ হবে। ডিজাইনের দিক থেকে দেখলে Maestro Edge BS6 তার BS4 মডেলের সাথে কমবেশি সাদৃশ্যযুক্ত। তবে BS6 মডেলটি এখন আরও রঙিন গ্রাফিক্স সহ অধিক উজ্জ্বল।

Maestro Edge 110 BS6 স্কুটারের পারফরম্যান্সের কথায় আসলে এর ১১০.৯ সিসির এয়ার কুলড ইঞ্জিন ৭৫০০ আরপিএমে ৬ কিলোওয়াট পাওয়ার এবং ৫,৫০০ আরপিএমে সর্বোচ্চ ৮.৭৫ ন্যানোমিটার টর্ক উৎপন্ন করে। স্কুটারের সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে স্প্রিং লোডেড হাইড্রোলিক ড্যাম্পার দেওয়া হয়েছে। এছাড়া এর ওজন ১১২ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি। স্কুটারের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ৫ লিটার।

Maestro Edge 110 BS6 এর অন্যান্য ফিচারের মধ্যে আছে, হিরোর নিজস্ব Xsense স্মার্ট সেন্সর টেকনোলজি, সার্ভিস রিমাইন্ডার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ডিজিট্যাল-আনালগ ইন্সট্রুমেন্ট কনসোল, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, মোবাইল চার্জিং পোর্ট এবং বুট লাইট।

যেহেতু Hero স্কুটারটির দাম এবং লঞ্চের তারিখ এখনো ঘোষণা করেনি। অনুমান করা যাচ্ছে, এটি তার BS4 মডেলের তুলনায় ৫-৭ হাজার টাকা দামি হতে পারে। প্রসঙ্গত, BS4 Maestro Edge 110 স্কুটারটি ৪৯,৯০৪ টাকা মূল্যে লঞ্চ হয়েছিল (এক্স-শোরুম)। Maestro Edge 110 BS6 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে Honda Activa 6G এবং TVS Jupiter।