একদম ফ্রিতে iPhone 12, এই লোভনীয় অফার কি আপনি পাবেন?

যেকোনো স্মার্টফোনের চেয়ে iPhone (আইফোন) নিয়ে বোধহয় গোটা বিশ্বজুড়ে ইউজারদের মধ্যে তুমুল মাতামাতি লক্ষ্য করা যায়। Apple (অ্যাপল)-এর এই হ্যান্ডসেটটি কেনার স্বপ্ন কমবেশি অনেকেই দেখে থাকেন, কিন্তু চড়া দামের জন্য স্বপ্নপূরণ করা আর হয়ে ওঠে না। আর এই আকাশছোঁয়া দামের কারণে বাজারে কোনো নতুন iPhone এলেই ইন্টারনেটে ট্রোল এবং মিমসের বন্যা বয়ে যায়। মূলত কিডনি বিক্রি করে এই স্মার্টফোনটি কেনার জোক সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ঘোরাফেরা করে। কিন্তু যত যাই হোক, সময়ের সাথে সাথে একগুচ্ছ চমকপ্রদ ফিচারে ঠাসা এই ডিভাইসটির চাহিদা বা দাম কোনোটাই কিন্তু কমছে না। হালফিলে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে এই প্রিমিয়াম স্মার্টফোন খানিকটা সস্তায় পাওয়া যায় বটে, তবে গ্রাহকদের এর জন্য অপেক্ষাকৃত পুরনো (আগে লঞ্চ হওয়া) মডেল কিনতে হয়। সেক্ষেত্রে এমত পরিস্থিতিতে হঠাৎ যদি শোনা যায় যে একটি ব্র্যান্ড-নিউ iPhone 12 (আইফোন ১২) সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে, তাহলে খুব উত্তেজিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি?

আজ্ঞে হ্যাঁ, শুনে আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য বলে মনে হলেও এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমনই একটি দুর্দান্ত অফারের কথা জানাতে চলেছি। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সকল পাঠকদের উত্তেজিত হয়ে লাভ নেই, কারণ এই অফারটি শুধুমাত্র আমেরিকার বাসিন্দাদের জন্য উপলব্ধ! কিন্তু তাও, সম্পূর্ণ ফ্রিতে আইফোন ১২ পাওয়া তো আর চাট্টিখানি ব্যাপার না! তাই আসুন এর পেছনে রহস্যটা ঠিক কী, সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এই শর্ত মেনে নিলে তবেই বিনামূল্যে মিলবে iPhone 12

যারা জানেন না তাদের বলি, আইফোন ১২ ২০২১-এর সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ছিল। তবে লঞ্চের বেশ কিছুটা সময় কেটে যাওয়া গেলেও বর্তমানে এই হ্যান্ডসেটটির চাহিদা কিন্তু একেবারেই কমেনি। তাই এই মুহূর্তে সম্পূর্ণ বিনামূল্যে আইফোন ১২ পাওয়ার অফারটি যে গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে, সেকথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে বলে রাখি, আমেরিকান টেলিকম কোম্পানি ভেরিজোন (Verizon) গ্রাহকদের জন্য এই আলোচ্য অফারটি নিয়ে এসেছে, যার আওতায় ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে একটি আইফোন ১২ হাতের মুঠোয় পেতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য রয়েছে। আসলে এই অফারের ফায়দা ওঠাতে গেলে আগ্রহীদের প্রথমে একটি নতুন ডিভাইস অ্যাক্টিভেট করার জন্য ৩৬ মাসের মেয়াদে ভেরিজোন নেটওয়ার্কে একটি আনলিমিটেড ডেটা প্ল্যান বেছে নিতে হবে; এর জন্য তাদেরকে চার্জ দিতে হবে এককালীন ৩৫ ডলার (প্রায় ২,৭৯০ টাকা)।

আরও ভালোভাবে বললে, আইফোন ১২-এর ৬৪ জিবি বেস ভ্যারিয়েন্টের এমনিতে দাম ৬৯৯ ডলার (প্রায় ৫৫,৭২৭ টাকা)। কিন্তু ভেরিজোনের কোনো আনলিমিটেড প্ল্যানে সাবস্ক্রাইব করলেই গ্রাহকরা এটি একদম বিনামূল্যে পেয়ে যাবেন, তবে সাবস্ক্রিপশন চার্জ হিসেবে ব্যবহারকারীদের প্রতি মাসে ২২.২২ ডলার (প্রায় ১,৭৬৬ টাকা) দিতে হবে এবং ৩৬ মাসের জন্য ক্রেতাদের এই অর্থ প্রদান করা চালিয়ে যেতে হবে। যদি কোনোভাবে মাঝপথে বাধা পড়ে যায়, তাহলে কিন্তু আইফোন ১২ কিনতে গেলে গ্রাহকদের খসাতে হবে ৬৯৯ ডলার। উল্লেখ্য যে, হ্যান্ডসেটটির ৬৪ জিবি ভ্যারিয়েন্ট ছাড়াও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি মডেলের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য রয়েছে। সেক্ষেত্রে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির জন্য ইউজারদের প্রতি মাসে যথাক্রমে ১.৩৮ ডলার (প্রায় ১১০ টাকা) এবং ৪.১৬ ডলার (প্রায় ৩৩০ টাকা) কিস্তি দিতে হবে।