Vivo V20: শেষ সুযোগ, ৪৪ মেগাপিক্সেল ক্যামেরার এই ভিভো ফোন সবচেয়ে সস্তায় কেনার সুযোগ

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত Amazon Great Republic Day Sale এর অন্তিম দিন আজ অর্থাৎ ২০ জানুয়ারি। তবে সেলের শেষ-পর্বে এসেও বাম্পার ডিসকাউন্ট ও লোভনীয় অফারের রেশ কিন্তু একটুও কমেনি। এক্ষেত্রে, আজ আমরা সেলে উপলব্ধ এমন একটি অফারের প্রসঙ্গে আপনাদের জানাতে চলেছি, যা স্মার্টফোন ক্রেতাদের মুখে স্বস্তির হাসি ফোটাতে পারে। বর্তমান সময়ে যেখানে স্মার্টফোনের দাম হুহু করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানেই চলমান সেলে Vivo ব্যান্ডের একটি মিড রেঞ্জ স্মার্টফোনকে সর্বাধিক কম দামে বিক্রি করা হচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি Vivo V20 স্মার্টফোনের রিনিউড ভার্সনের প্রসঙ্গে। এই মডেলটিকে সেলে প্রায় ৩,২০০ টাকার ডিসকাউন্টের সাথে এনলিস্ট করা হয়েছে। আর ইএমআই অপশনের লাভ ওঠানো গেলে মাসিক ১,০০০ টাকারও কম খরচ করে এই ফোন কিনে নিতে পারবেন আপনারা। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি Vivo V20 (Renewed) স্মার্টফোনের উপর জারি করা অফার ও এটির ফিচার প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, যারা রিনিউড মডেল কী জানেন না, তাদের জানিয়ে দিই যে, স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা একটি ফোনকে অরিজিনাল কম্পোনেন্ট দিয়ে মেরামত করে সেটিকে “নতুনের মতো” অবস্থায় পুনর্নবীকরণ করলে, তা রিনিউ ভার্সন রূপে আখ্যায়িত হয়। আর বলে দিই, বিক্রির জন্য উপলব্ধ করার আগে এই ধরণের ফোনগুলির পারফরম্যান্স টেস্ট করে নেওয়া হয়। তাই, আপনারা নিশ্চিন্তে রিনিউড স্মার্টফোন কিনতে পারেন।

Amazon Great Republic Day সেলে Vivo V20 (Renewed) স্মার্টফোনের উপর অফার

ভিভো ভি২০ ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,১৯০ টাকা। তবে অ্যামাজনে চলমান সেলে এখন এটিকে ৩,১৯১ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যান্য অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে ১,০০০ টাকা পর্যন্ত এবং ইএমআই ট্রানজ্যাকশন করলে ১,২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার, কিস্তিতে পেমেন্ট করতে চাইলে ক্রেতারা মাসিক ৯৪১ টাকার প্রাথমিক ইএমআই অপশন পেয়ে যাবেন। প্রসঙ্গত জানিয়ে দিই, রিনিউড ভার্সন হওয়ার দরুন এর সাথে মাত্র ৬ মাসের ওয়ারেন্টি অফার করবে ভিভো। ফোনটি মিডনাইট জাজ, এবং সানসেট মেলোডি কালারে পাওয়া যাবে।

Vivo V20 (Renewed) স্মার্টফোন স্পেসিফিকেশন

২০২১ সালে লঞ্চ হওয়া ভিভো ভি২০ ফোনে রয়েছে একটি ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) S-AMOLED ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচওএস ১১ (FunTouchOS ১১) কাস্টম ইন্টারফেসে চলবে। এর স্টোরেজ ক্যাপাসিটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Vivo V20 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা উপলব্ধ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ২ মনো ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.৪। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জার ২.০ টেকনোলজি সাপোর্ট করবে।