ভারতে নতুন QLED টিভি সিরিজ লঞ্চ করল Thomson, মিলবে এয়ারস্লিম ডিজাইন

ভারতের বাজারের জনপ্রিয় এবং পুরনো ব্র্যান্ড Thomson (থমসন) ফের নতুন QLED (কিউএলইডি) স্মার্টটিভির সম্ভার নিয়ে হাজির হয়েছে। সংস্থার এই নতুন রেঞ্জের অধীনে ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজের তিনটি টিভি লঞ্চ হয়েছে। এগুলি Google TV (গুগল টিভি) অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করে। এছাড়া টিভিগুলিতে ডলবি ভিশন (Dolby Vision), ডলবি অ্যাটমস (Dolby Atmos), ডিটিএস (DTS) ট্রুসারাউন্ডের মত একাধিক আধুনিক প্রযুক্তি এবং মাল্টিপল ইউজারের প্রোফাইল অপারেট অপশন দেওয়া হয়েছে। আসুন, এখন এই Thomson QLED টিভি সিরিজের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নিই…

নতুন Thomson QLED টিভি সিরিজের দাম, প্রাপ্যতা

সদ্য বাজারে পা রাখা থমসন টিভিগুলির মধ্যে ৫০ ইঞ্চি স্ক্রিন সাইজের ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৩৩,৯৯৯ টাকা; অন্যদিকে ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি মডেলগুলি যথাক্রমে ৪০,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকায় মিলবে। আগ্রহীরা আসন্ন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস সেল (Billion Days Sale) থেকে এই টিভি সিরিজটি কিনতে পারবেন।

নতুন Thomson QLED টিভি সিরিজের স্পেসিফিকেশন

নতুন থমসন কিউএলইডি টিভি সিরিজের মডেল তিনটির স্ক্রিন সাইজ ভিন্ন। তবে সমস্ত মডেলই এইচডিআর ১০+ (HDR10+) সাপোর্ট এবং বেজেল লেস-এয়ারস্লিম ডিজাইনের সাথে এসেছে। আর এগুলি ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস ইত্যাদি ফিচার অফার করবে। অন্যদিকে সফ্টওয়্যার হিসেবে থাকবে গুগল টিভি ওএস। পাশাপাশি ইউজাররা এই থমসন টিভিগুলিতে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজের বিকল্প পাবেন। তদুপরি, এমটি৯০৬২ (MT9062) প্রসেসর চালিত টিভিগুলিতে দুটি ইউএসবি পোর্ট থাকবে।

এক্ষেত্রে স্মার্টটিভি হওয়ায় Thomson QLED টিভিগুলি Netflix, Prime, YouTube, Prime Video, Disney + Hotstar, Apple TV, Voot, Zee5, Sony LIV এবং Play Store-এর অন্যান্য অ্যাপগুলি অ্যাক্সেস করতে দেবে। এর সাথে থাকবে ইনবিল্ট ক্রোমকাস্ট (Chromecast), এয়ারপ্লে (Airplay) ও গুগল অ্যাসিস্ট্যান্টের অপশন। একইভাবে কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে ব্লুটুথ ৪.০ প্রযুক্তি, যেখানে ভালো শব্দের জন্য টিভি মডেলগুলিতে দুটি স্পিকার এবং ৪০ ওয়াট সাউন্ড আউটপুট বর্তমান।