Bajaj Pulsar RS200-কে চাপে ফেলতে হাজির নতুন Hero Karizma XMR 210, এগিয়ে কে

দীর্ঘদিনের বিরতির পর সোমবার নতুন ভার্সন ও নামে লঞ্চ করেছে Hero Karizma XMR 210। তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হয়েছে এটি। ফুল-ফেয়ার্ড বাইকটির দাম ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এদিকে উক্ত সেগমেন্টে ইতিমধ্যেই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছে Bajaj Pulsar RS200। এখন প্রশ্ন, এই দুই সুপারস্পোর্ট মোটরসাইকেল এর মধ্যে কোনটি কার থেকে এগিয়ে। এই প্রতিবেদনে সেই উত্তর খুঁজে নেওয়া হল।

Bajaj Pulsar RS200 দর্শনের দিক থেকে অধিক আবেদনময়ী

Hero Karizma XMR 210-এ সেগমেন্টের প্রথম অ্যাডজাস্টেবল উইন্ড স্ক্রিন দেওয়া হয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত ডিআরএল এবং অটো ইলুমিনেশন ফাংশন সমেত একটি এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, শার্প ফুলফেয়ারিং, স্প্লিট টাইপ সিট, একটি হৃষ্টপুষ্ট এগজস্ট এবং স্লিক এলইডি টেলল্যাম্প।

অন্যদিকে Bajaj Pulsar RS200-এ দেওয়া হয়েছে ডুয়েল প্রোজেক্টর হেডলাইট, ভ্রু-র ন্যায় দেখতে ডিআরএল, ক্লিপ-অন হ্যান্ডেলবার, আপরাইট উইন্ডস্ক্রিন, ফুল ফেয়ারিং, আপসোয়েপ্ট এগজস্ট এবং বুমেরাং আকৃতির এলইডি টেল ল্যাম্প। উভয় মোটরসাইকেলেই ১৭ ইঞ্চি ডিজাইনার অ্যালয় হুইল বর্তমান।

দুটি মোটরসাইকেলেই রয়েছে পেটাল টাইপ ডিস্ক ব্রেক

Hero Karizma XMR 210 ও Bajaj Pulsar RS200 উভয় বাইকের দু’চাকায় রয়েছে পেটাল টাইপ ডিস্ক ব্রেক। এছাড়া উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস। সাসপেনশনের দায়িত্ব পালন করতে সুপারস্পোর্ট মডেল দুটিতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক।

Hero Karizma XMR 210-এ আরও বেশি শক্তিশালী ইঞ্জিন উপস্থিত

Hero Karizma XMR 210-এ আছে একটি ২১০ সিসি, DOHC, ৪-ভাল্ভ, লিকুইড-কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৫ এইচপি শক্তি এবং ২০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে Bajaj Pulsar RS200-তে উপস্থিত একটি ১৯৯.৫ সিসি, লিকুইড কুল্ড, SOHC, সিঙ্গেল সিলিন্ডার, DTSi মোটর। যার আউটপুট ২৪.২ এইচপি এবং টর্ক ১৮.৭ এনএম। ট্রান্সমিশনের দায়িত্ব পালন করতে উভয় মোটরসাইকেলেই উপস্থিত ৬-গতির গিয়ারবক্স।

এখন প্রশ্ন কোন মোটরসাইকেলটি কিনলে লাভবান হওয়া যাবে? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, Hero Karizma XMR 210-এর ইন্ট্রোডাক্টটারি মূল্য ১.৭৩ লক্ষ টাকা। যেখানে Bajaj Pulsar RS200 কিনতে খরচ পরে ১.৭২ লক্ষ টাকা। দুটিই এক্স-শোরুম মূল্য অনুযায়ী। তাই আমাদের পরামর্শ অনুযায়ী দর্শন শক্তি এবং অন্যান্য ফিচারের দিক থেকে Karizma XMR 210 অপেক্ষাকৃত এগিয়ে।