লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S21 FE ফোনের দাম, পাওয়া যাবে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে

প্রস্তুতিপর্ব শেষ। এখন শুধু বাকি লঞ্চের দিনক্ষণ ঘোষণার। স্যামসাং কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর আসছে যে, বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S21 FE আগামী জানুয়ারিতে আত্মপ্রকাশ করবে। এমনকি ছবি থেকে স্পেসিফিকেশন, ডিভাইসটির ব্যাপারে জানতে আর বাকি নেই। তবে যে বিষয়টি নিয়ে আমরা ওয়াকিবহল ছিলাম না, সেই Galaxy S21 FE-এর সেই দাম সম্বন্ধীয় তথ্য এবার প্রকাশ্যে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই: মেমরি ও দাম (Samsung Galaxy S21 FE: Memory & Price)

মাইস্মার্টপ্রাইসের একটি প্রতিবেদনে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই-এর মেমরি ভ্যারিয়েন্ট ও সেই অনুযায়ী দাম সবিস্তারে বর্ণনা করা হয়েছে। জানা গিয়েছে, গ্যালাক্সি এস২১ এফই-এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৯২০ ইউরো (প্রায় ৭৭,৭৮৩ টাকা) এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য হবে ৯২০ ইউরো (প্রায় ৮৩,২৭৯ টাকা)।

অন্য দিকে, ব্রিটেনে মেমরি ভ্যারিয়েন্টগুলির দাম হবে যথাক্রমে ৭৭৬ পাউন্ড (প্রায় ৭৭,৬৩১ টাকা) ও ৮৩১ পাউন্ড (প্রায় ৮৩,২৩৩ টাকা)। যদি খবরটি সত্যি হয় তাহলে কেবলমাত্র ইউরোপ ও ব্রিটেনের বাজারেই Galaxy S21 FE সীমাবদ্ধ থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই: স্পেসিফিকেশনস (Samsung Galaxy S21 FE: Specifications

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই কর্নিং গরিলা গ্লাস প্রটেকশনযুক্ত ৬.৪ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে।

গ্যালাক্সি এস২১ এফই-এর পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ – একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং একটি ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যেতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি বাজারভেদে দু’রকম প্রসেসরের সাথে আসবে- স্ন্যাপড্রাগন ৮৮৮ (Snapdragon 888) এবং এক্সিনস ২১০০ (Exynos 2100)। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S21 FE হোয়াইট, ল্যাভেন্ডার, ক্রিম, ও ব্ল্যাক কালারে আসতে পারে। ৪ জানুয়ারি ফোনটির অফিসিয়াল লঞ্চ হবে বলে খবর।