একদিনে জোড়া ধামাকা, নতুন প্রজন্মের Yamaha R15 V4 ও R15M লঞ্চ হল ভারতে, দাম জানেন?

দেশের হাজার হাজার স্পোর্টস-বাইকপ্রেমীদের মন জয় করে নেওয়ার পর আজ নতুন অবতারে আত্মপ্রকাশ ঘটল Yamaha R15-এর। তাও আবার একটি নয়, সুপারস্পোর্টস বাইকটি দু’টি নতুন ভ্যারিয়েন্টে এসেছে – স্ট্যান্ডার্ড R15 V4 এবং স্পোর্টি লুকিং ও অ্যাডভান্সড R15M। Yamaha R15 V4 ও R15M মডেলে এক ডিজাইন ও হার্ডওয়্যার বর্তমান৷ তবে Yamaha R15M ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে।

Yamaha R15 V4, R15M: দাম

ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৪-এর দাম ১.৬৭ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এটি মেটালিক রেড কালার ভ্যারিয়েন্টের দাম। স্পোর্টস বাইকটি ডার্ক নাইট ও রেসিং ব্লু কালারে নিতে গেলে খরচ হবে যথাক্রমে ১.৬৮ লাখ টাকা ও ১.৭২ লাখ টাকা।

অন্যদিকে ইয়ামাহা আরওয়ানফাইভ এম মেটালিক গ্রে কালার স্কিমে লঞ্চ হয়েছে৷ দাম ১.৭৭ লক্ষ টাকা। আবার লিমিটেড এডিশন মনস্টার এনার্জি মোটোজিপি এডিশনে আরওয়ানফাইভ এম কিনতে চাইলে খসাতে হবে ১.৭৯ লাখ টাকা। উল্লেখ্য, নামগুলি দিল্লির এক্স-শোরুমের।

আরওয়ানফাইভ ভি৪ এবং আরওয়ানফাইভ এম এর এখন বুকিং চলছে এবং মোটরসাইকেলগুলির সেপ্টেম্বরের শেষে ইয়ামাহার অথরাইজড ডিলারশিপে পাওয়া যাবে।

Yamaha R15 V4, R15M: নতুন কী আছে?

এতদিন ধরে টুইন পড হেডলাইট দেখেই বলে দেওয়া যেত, না, এটাই ইয়ামাহা আরওয়ানফাইভ। কিন্তু চতুর্থ প্রজন্মের মডেলে এই হেডলাইট সেটআপ পুরোপুরি বাদ পড়েছে। এর বদলে এসেছে নতুন এলইডি প্রজেক্টর হেডল্যাম্প৷ যার সঙ্গে শোভা বর্দ্ধন করছে এলইডি ডিআরএল।

এছাড়া ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৪-এর সবচেয়ে বড় হাইলাইট আপসাইড ডাউন বা ইউএসডি ফোর্কস৷ বহুদিন ধরেই বাইকটির সামনে ইউএসডি ফোর্কস দেওয়ার সওয়াল করে আসছিলেন ইয়ামাহাপ্রেমীরা। অবেশেষে তাদের কথা শোনা হয়েছে। এছাড়া নতুন ফেয়ারিং, নতুন ভাইজর, সাইড-স্ল্যাং এগজস্ট, এম-এয়ার ডাক্ট ডিজাইন, এবং স্টেপড-আপ সিট রয়েছে ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৪র বাইকে।

Yamaha R15 V4 R15m launched in India

অন্য দিকে, ইয়ামাহা আরওয়ানফাইভ এম ভ্যারিয়েন্ট আরও স্পোর্টি ডিজাইন পেয়েছে। এতে নীল রঙের হুইলস, কার্বনের মতো পদার্থ দিয়ে তৈরি সিট কভার, সোনালী রঙের ব্রেক ক্যালিপার এবং অ্যানোডাইজড ব্লু ফোর্ক ক্যাপস রয়েছে।

কমন ফিচার হিসেবে মোটরসাইকেলগুলিতে সিঙ্গেল ডিস্ক ব্রেক (দুই চাকায়), ডুয়েল চ্যানেল এবিএস, এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে।

Yamaha R15 V4, R15M: ইঞ্জিন স্পেসিফিকেশন

ইঞ্জিনের ক্ষেত্রে, ইয়ামাহা আরওয়ানফাইভ-এর তৃতীয় প্রজন্মের এবং চতুর্থ প্রজন্মের মডেলের মধ্যে কোনও পার্থক্য নেই। মোটরসাইকেলগুলি ১৫৫ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনের সঙ্গে এসেছে৷ এর থেকে ১৮.৪ পিএস পাওয়ার এবং ১৪.২ এনএম টর্ক পাওয়া যায়। পুরনো মডেলের চেয়ে পাওয়ার অবশ্য ০.২ পিএস কম৷ তাতে অবশ্য পারফরম্যান্সে বিশাল কিছু প্রভাব পড়বে না।

এ ছাড়া Yamaha R15 V4, R15M-এ কুইকশিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে। তবে এগুলি সব ভ্যারিয়েন্টে উপলব্ধ নয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন