ভারতে তৈরি পণ্যের উপর প্রবল আস্থা, BMW তাদের মেড-ইন-ইন্ডিয়া মোটরসাইকেল চীনে বিক্রি করবে

সুদূর জার্মানি থেকে ভারতের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আইকনিক বহুজাতিক টু-হুইলার ব্র্যান্ড বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। ভারতে তৈরি মোটরসাইকেল চীনের বাজারেও বিক্রি করবে তারা। গত শুক্রবার এদেশে লঞ্চ হওয়া ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক BMW G 310 RR চীনের বাজারে রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে জার্মান সংস্থাটি। সামনের বছর ৩১০ সিরিজের বাইকটি চীনের লঞ্চ করবে বলে জানিয়েছে বিএমডব্লিউ মোটোরাড।

সমগ্র বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যারা BMW 310 সিরিজের তৃতীয় এবং লেটেস্ট মডেলটিকে স্বাগত জানিয়েছে। আবার সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে, মোটরসাইকেল বিক্রির নিরিখে জার্মানিকে টপকে এখন দ্রুততম বৃদ্ধির দেশ হিসেবে পরিণত হয়েছে ভারত। ফলে দেশের বাজারকে যে যথেষ্ট গুরুত্বের চোখে দেখছে এবং ভারতে তৈরি পণ্যের উপর আস্থা রাখছে সংস্থাটি, তা বলাই বাহুল্য। BMW G 310 RR বাইকটি TVS-এর হোসুরের কারখানায় BMW Motorrad-এর সাথে যৌথভাবে তৈরি হচ্ছে। Apache RR 310-এর রিব্যাজেড ভার্সন এটি।

এই প্রসঙ্গে এশিয়া, চীন, প্যাসিফিক, এবং আফ্রিকার BMW Motorrad-এর প্রধান মার্কাস মুলার বলেন, “আমাদের বিশেষজ্ঞরা BMW G 310 RR চীনের বাজারে নিয়ে আসবে। ভারতের পর এটি হবে বাইকটির দ্বিতীয় বাজার। যা ২০২৩-এর দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ করা হবে। G 310 RR কেবলমাত্র ভারতেই তৈরি করা হবে এবংTVS Motor Company-র সাথে যৌথভাবে তৈরি মডেলটি এখান থেকে চীনে রপ্তানি করা হবে।”

প্রসঙ্গত, সংস্থার 310 সিরিজের বাইকের বৃহত্তম বাজার হল ভারত। আন্তর্জাতিক বাজারে বিক্রিত ৫০,০০০ ইউনিটের মধ্যে এ দেশের অবদান ১৫,০০০। আবার চীনে সেটির বিক্রির সংখ্যা ৬,০০০। 310 সিরিজের তৃতীয় বৃহত্তম বাজারটি হল লাতিন আমেরিকা। যেখানে ১,২০০-১,৩০০টি মডেল বিক্রি হয়েছে। এর অন্যান্য বৃহত্তম বাজারগুলির মধ্যে রয়েছে ইউরোপ, ফিলিপিন্স এবং দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, ভারতে সদ্য লঞ্চ হওয়া BMW G 310 RR এর বুকিং ইতিমধ্যেই ৫০০ পেরিয়েছে।