বছরের শুরুতেই দাম TVS Apache RTR 160 সহ একাধিক বাইকের

নতুন বছর শুরু হতেই TVS ফের একদাম Apache রেঞ্জের প্রত্যেকটি বাইকের দাম বাড়ানোর কথা ঘোষণা করলো। মডেল অনুযায়ী Apache লাইনআপের দাম ১,৫২০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। Apache সিরিজের RTR 160, RTR 180, RTR 160 4V, RTR 200 4V, এবং টিভিএসের ফুল ফেয়ারিং ডিজাইনের ফ্ল্যাগশিপ মোটরবাইক RR310 এর পরিবর্তিত মূল্যগুলি (এক্স-শোরুম, দিল্লি) নিম্নরূপ।

TVS Apache RTR 160

Apache RTR 160- এর Disc ও Drum ভ্যারিয়েন্টের দাম ১,৫২০ টাকা করে বেড়েছে। Apache RTR 160 Disc-এর নতুন দাম হল ১,০৫,০৭০ টাকা। অপরদিকে এর Drum ভ্যারিয়েন্টে কেনার জন্য এখন ১,০২,০৭০ টাকা খরচ করতে হবে।

TVS Apache RTR 160 4V

Apache RTR 160 4V-এর Drum ও Disc উভয় ভ্যারিয়েন্টের দাম বেড়েছে ১,৫২০ টাকা। Apache RTR 160 4V Drum-এর নতুন দাম হয়েছে ১,০৭,২৭০ টাকা। অন্যদিকে এর Disc মডেলের দাম হল ১,১০,৩২০ টাকা।

TVS Apache RTR 180

Apache RTR 180 বাইক কেনার জন্য এখন ১,০৮,২৭০ টাকা ব্যয় করতে হবে। অর্থাৎ পূর্বের তুলনায় গ্রাহককে ১,৭৭০ টাকা বেশী দিতে হচ্ছে।

TVS Apache RTR 200 4V

Apache RTR 200 4V সিঙ্গেল চ্যানেল ও ডুয়াল চ্যানেল এবিএস ফিচারের সাথে বাজারে উপলব্ধ। এই দুই ভ্যারিয়েন্টের দামই ২,০২০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সেই অনুযায়ী এদের নতুন দাম যথাক্রমে ১,২৭,০২০ টাকা ও ১,৩৩,০৭০ টাকা।

TVS Apache RR 310

টিভিএসের এই প্রিমিয়াম বাইকের দাম ৩,০০০ টাকা বেড়েছে। যা Apache রেঞ্জের মধ্যে সর্বোচ্চ৷ এর নতুন দাম হয়েছে ২,৪৮,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *