iQOO 12 সিরিজ লঞ্চের রেশ না কাটতেই Neo 9-এর ডিজাইন লিক, উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

আইকো গত মে মাসে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ iQOO Neo 8 লঞ্চ করেছিল। নয়া এই স্মার্টফোনটি ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে এখনও আত্মপ্রকাশ করতে না পারলেও, উত্তরসূরি iQOO Neo 9 নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গেছে। রিয়ার প্যানেলের ডিজাইনের আভাস দিয়ে ফোনটির স্কেচ এখন প্রকাশ্যে এসেছে। ছবি অনুযায়ী, iQOO Neo 9 ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে।

iQOO Neo 9-এর স্কিম্যাটিক প্রকাশ

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-তে আইকো নিও ৯-এর স্কিম্যাটিক পোস্ট করেছেন। এই ছবিগুলি দেখিয়েছে যে, ফোনটির ডিসপ্লের ওপরের কেন্দ্রে পাঞ্চ-হোল কাটআউট থাকবে এবং স্ক্রিনটি সরু বেজেল দ্বারা বেষ্টিত হবে। হ্যান্ডসেটটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে বলে মনে হচ্ছে। প্রাইমারি এবং সেকেন্ডারি সেন্সরগুলি একটি ডুয়েল-এলইডি ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি ওপরের বাম কোণে পৃথক ছোট বৃত্তাকার কাটআউটে অবস্থান করবে। ভলিউম বাটন এবং পাওয়ার বাটনকে ফোনের বাম পাশে দেখা গেছে।

এছাড়াও, টিপস্টার দাবি করেছেন যে, আইকো নিও ৯-এ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এর পূর্বসূরি আইকো নিও ৮ এবং আইকো নিও ৮ প্রো মডেলগুলিতেও ১.৫কে রেজোলিউশন সহ একই আকারের ডিসপ্লে রয়েছে। প্রসঙ্গত, মে মাসে চীনে আইকো নিও ৮ মডেলটি ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৩০০ টাকা) প্রারম্ভিক মূল্যের সাথে লঞ্চ করা হয়েছে।

জানিয়ে রাখি, আইকো আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro হ্যান্ডসেট দুটি লঞ্চ করত পারে। অনুমান, iQOO Neo 9 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 ফ্ল্যাগশিপ প্রসেসর অফার করবে, যা সর্বোচ্চ ১৬ জিবি রাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

দেশভেদে এটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ফানটাচওএস ১৪ (FunTouchOS 14) বা অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিনের সাথে আসবে। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের ১.৪৯-ইঞ্চির Sony IMX920 সেন্সরও থাকতে পারে। অন্যদিকে, iQOO Neo 9 Pro-এ থাকবে MediaTek Dimensity 9300 চিপসেট, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।