আজ প্রথমবার কেনা যাবে Micromax In Note 1, পাবেন ১৫০০ টাকা পর্যন্ত ছাড়

আজ প্রথমবার ভারতে কেনা যাবে Micromax In Note 1। দুপুর ১২ টায় Flipkart থেকে এই ফোনটির সেল শুরু হবে। প্রায় দুবছর পর এমাসের শুরুতে মাইক্রোম্যাক্স ভারতে লঞ্চ করেছিল Micromax In Note 1 ও Micromax In 1b নামের দুটি ফোন। এদের মধ্যে মাইক্রোম্যাক্স ইন নোট ১ হল, দামি ভ্যারিয়েন্ট। এই ফোনে আপনি পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়াড রিয়ার ক্যামেরা, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ও মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।

Micromax In Note 1 এর দাম, সেলের অফার 

ভারতে মাইক্রোম্যাক্স ইন নোট ১ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনটি গ্রীন ও হোয়াইট কালারে উপলব্ধ। ফোনটি আজ Flipkart থেকে কেনা যাবে।

লঞ্চ অফার হিসাবে Micromax In Note 1 এর ওপর ১৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই অফার Federal Bank Debit Card গ্রাহকদের জন্য উপলব্ধ। আবার Flipkart Axis Bank Credit Card ও Axis Bank Buzz Credit Card গ্রাহকরা ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। এই ফোনটি নো কস্ট ইএমআই এ কেনা যাবে। এর নো কস্ট ইএমআই শুরু হবে ১,২২৩ টাকা থেকে।

Micromax In Note 1 এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে ডুয়েল ন্যানো সিমের মাইক্রোম্যাক্স ইন নোট ১ ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ( ২৪০০ x ১০৮০) আইপিএস ইনফিনিটি ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯ এবং ৪৮০ নিটস ব্রাইটনেস। এই ফোনের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার এফ/২.০। এতে ৪এক্স ডিজিটাল জুম আছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Micromax In Note 1 কোয়াড রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৭৯)। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর(এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)। এই ক্যামেরায় ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যায়। রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ উপলব্ধ।

Micromax In Note 1 ফোনে  এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সাথে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির ওজন ১৯৬ গ্রাম। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে।