নভেম্বরে ডাউনলোড স্পিডের ক্ষেত্রে সেরা Reliance Jio, আপলোডে এগিয়ে Vodafone

রাশি রাশি ডেটার লোভ দেখালেও ইন্টারনেট স্পিডের দিক থেকে ভারতীয় টেলিকম অপারেটরদের বেহাল দশার কথা আমাদের অজানা নয়। এদিক থেকে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির তুলনাতেও অনেকটা পিছিয়ে! কিন্তু পরিস্থিতিতে কী বদল আসছে? সম্ভব হচ্ছে আগের চেয়ে দ্রুত ইন্টারনেট অ্যাক্সেস? ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’র সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য তেমনটাই বলছে। ট্রাই তাদের MySpeed পোর্টালে জানিয়েছে যে, ভারতের টেলিকম অপারেটরগুলির ইন্টারনেট পরিষেবাকে পূর্বের চেয়ে দ্রুত এবং উন্নত করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছেন। MySpeed অ্যাপ ব্যবহার করে TRAI বিভিন্ন টেলিকম অপারেটরদের সাম্প্রতিক ডেটা স্পিডের একটি তালিকা প্রস্তুত করেছে। এই তালিকা অনুযায়ী প্রতিটি সংস্থাই নিজেদের সাধ্য মতো ডেটা স্পিড বাড়ানোর ব্যাপারে জোর দিয়েছে।

TRAI এর রিপোর্ট অনুযায়ী, Reliance Jio -র বিগত মাসের তুলনায় নভেম্বরে ডাউনলোড স্পিড অনেকটাই বেড়েছে। নভেম্বর মাসে জিও গড়ে তার গ্রাহকদের ২০.৮ মেগাবাইট প্রতি সেকেন্ডের (এমবিপিএস) ডাউনলোড স্পিড প্রদান করেছে। অক্টোবর মাসে তাদের ডাউনলোড স্পিড ছিল ১৭.৮ এমবিপিএস।

ডাউনলোড স্পিডের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে Vodafone। নভেম্বর মাসে তারা গ্রাহকদের গড়ে ৯.৮ এমবিপিএসের ডাউনলোড স্পিড প্রদান করেছে যা আগের মাসে এর তুলনায় কিছুটা বেশি।গতমাসে তাদের স্পিড ছিল ৮.৮ এমবিপিএস ছিলো।

অন্যদিকে অক্টোবরে দ্বিতীয় স্থানে থাকা Idea ডাউনলোড স্পিড এর দিক থেকে নভেম্বরে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। যদিও নভেম্বরে তাদের ডাউনলোড স্পিড বেড়ে দাঁড়িয়েছে ৯.১ এমবিপিএস।

এদিকে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ ওয়্যারলেস অপারেটর হিসেবে Airtel তার সুনামের যোগ্য পরিষেবা দিতে পারেনি। নভেম্বর জুড়ে তারা গ্রাহকদের ৮ এমবিপিএস ডাউনলোড স্পিড প্রদান করেছে, যা অক্টোবরে এর থেকেও কম (৭.৫ এমবিপিএস)।

এ তো গেলো ডাউনলোড স্পিডের কথা। এবার আপলোড স্পিডের দিক থেকে কোম্পানিগুলি কোথায় দাঁড়িয়ে আছে তা দেখে নেওয়া যাক।

ডাউনলোড স্পিডে এগিয়ে থাকলেও, আপলোড স্পিডের দিক থেকে রিলায়েন্স জিও সর্বশেষ স্থানে রয়েছে! সঠিক পড়ছেন, নভেম্বর মাসে তাদের গড় আপলোড স্পিড ছিল ৩.৭ মেগাবাইট প্রতি সেকেন্ড। গত মাসে তাদের পরিসংখ্যান অবশ্য এর চেয়েও খারাপ ছিল (৩.৫ এমবিপিএস)।

লাস্ট বয়ের কথা বলে নেওয়ার পর যদি এয়ারটেলের দিকে তাকাই তবে দেখবো এই সময়ের মধ্যে তারা উপভোক্তাদের গড়ে ৪ এমবিপিএসের আপলোড স্পিড প্রদান করেছে যা বিগত মাসে ৩.৮ এমবিপিএস ছিলো।

ডাউনলোড স্পিড এর মত আপলোড স্পিডেও উল্লেখযোগ্য বদল ঘটিয়ে আইডিয়া অনেকখানি সামনে এগিয়ে এসেছে। গোটা নভেম্বর মাসে আইডিয়া ব্যবহারকারীরা ৫.৮ এমবিপিএস আপলোড স্পিডের সুবিধা প্রত্যক্ষ করেছে, গত মাসে যা ছিলো ৫.৯ এমবিপিএস।

সবশেষে বলতে হয় ফার্স্ট বয় ভোডাফোনের কথা, যারা সারা মাস জুড়ে ৬.৫ এমবিপিএসের অসাধারণ আপলোড স্পিড প্রদান করেছে। আসলে গত সেপ্টেম্বর মাস থেকেই তারা এই স্পিড ধরে রেখেছে যা ইউজারদের দিচ্ছে সুষ্ঠু পরিষেবার আনন্দ।