Google Pay থেকে পেমেন্ট করার সময় ক্যাশব্যাক পাচ্ছেননা? এই কাজগুলি করলেই হবে চমৎকার

স্মার্টফোন এবং ইন্টারনেটের সাথে এখন সবার জীবন এত বেশি আধুনিক বা সহজ হয়ে গেছে যে, বলতে গেলে সমস্ত কাজই এখন ডিজিটালি বা অনলাইন মাধ্যমের সাহায্যে হচ্ছে। যেমন, সাম্প্রতিক বছরগুলিতে রিচার্জ, বিল পেমেন্ট, টাকা ট্রান্সফার ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট অ্যাপের ব্যবহার বেশ বেড়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন বড়-ছোট শহরের পাশাপাশি গ্রামেও অটো রিক্সার ভাড়া বা বাজারে সবজির মেটাতে গিয়ে UPI ব্যবহার করছেন স্মার্টফোন ইউজাররা। মানে, এই মুহূর্তে অধিকাংশ হ্যান্ডসেটেই PhonePe, Paytm-এর মত অ্যাপ্লিকেশন ইনস্টল থাকছে। সেক্ষেত্রে আপনি যদি Google Pay অ্যাপটি অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কৌশল অনুসরণ করে কিন্তু আপনি প্রতিটি পেমেন্টের দরুনই ক্যাশব্যাক পেতে পারেন। হ্যাঁ, ঠিকই বলছি।

আসলে গুগল পে তার ইউজারদের অনলাইন পেমেন্ট করার জন্য প্রায় সব সময়ই কিছু না কিছু রিওয়ার্ড দেয়। এক্ষেত্রে পুরষ্কার হিসেবে মেলে কিছু টাকা ক্যাশব্যাকও। তবে আজ আমরা যে তিনটি টিপস দেব, তাতে করে আপনি সম্ভবত প্রতিটি পেমেন্টে ক্যাশব্যাক পেতে পারেন।

এভাবে Google Pay-তে পাওয়া যেতে পারে ক্যাশব্যাক

১. একটু কম লেনদেন করুন: যদি আপনি গুগল পে-র মাধ্যমে একই অ্যাকাউন্টে একসাথে বারবার টাকা ট্রান্সফার করে থাকেন, তাহলে তাতে কিন্তু কাঙ্ক্ষিত ক্যাশব্যাক পাবেননা। তাই পেমেন্ট করে টাকা পেতে চাইলে একই অ্যাকাউন্টে পেমেন্ট করার প্রবণতা কমাতে হবে, বদলে সংযুক্ত হতে হবে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের সাথে।

২. ব্যবহার করুন একাধিক অ্যাকাউন্ট: আপনি যদি গুগল পে-তে বাম্পার ক্যাশব্যাকের সুবিধা নিতে চান তবে একই অ্যাকাউন্ট ব্যবহার করে বারবার পেমেন্ট করা বন্ধ করুন। এতে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা কমে যায়।

৩. পেমেন্টের সময় বেছে নিন সঠিক অপশন: গুগল পে-র অফার সেকশনে বিভিন্ন ক্যাটেগরির জন্য সুবিধাজনক অফার উপলব্ধ থাকে। সেক্ষেত্রে আপনি যদি গ্যাস কেনা, বিদ্যুৎ বিল মেটানো ইত্যাদি কাজের সময় এই অফারগুলি কাজে লাগান, তাহলে আপনি ভাল ক্যাশব্যাক পেতে পারেন।