Vivo PD2186X আসছে Dimensity 9000 প্রসেসর ও 120Hz ডিসপ্লের সাথে, দেখা গেল AnTuTu তে

চীনা সংস্থা ভিভো বর্তমানে দেশীয় বাজারের জন্য তাদের আপকামিং Vivo X80 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জল্পনা শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, ভিভো এই সিরিজের অধীনে Vivo X80, X80 SE, X80 Pro, এবং X80 Pro Plus- এই চারটি মডেল বাজারে লঞ্চ করবে৷ তবে লঞ্চের আগেই এখন একটি নতুন ভিভো ফোনকে MediaTek Dimensity 9000 চিপসেটের সাথে চীনের আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে দেখতে পাওয়া গেছে। মনে করা হচ্ছে এই ফোনটি Vivo X80 বা Vivo X80 Pro- এর মধ্যে যেকোনো একটি হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এসেছে।

Vivo X80 সিরিজের স্মার্টফোনকে স্পট করা হল AnTuTu বেঞ্চমার্কিং সাইটে

PD2186X মডেল নম্বর সহ আপকামিং ভিভো হ্যান্ডসেটটি আনটুটু- এর সাইটে দেখা গেছে। শোনা যাচ্ছিল, ভিভো এক্স৮০ এসই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ প্রসেসর সহ আসতে পারে। আর ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো ফোন দুটি ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। আবার টপ-এন্ড মডেল, ভিভো এক্স৮০ প্রো প্লাস-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেহেতু ভিভোর ডিভাইসটি ডাইমেনসিটি ৯০০০- এর সাথে আনটুটু প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে তাই এটি ভিভো এক্স৮০ বা ভিভো এক্স৮০ প্রো মডেল দুটির মধ্যে কোনও একটি মডেল হতে পারে বলেই মনে করা হচ্ছে।

এই সাইটের লিস্টিংটি প্রকাশ করেছে যে, Vivo PD2186X ফোনটি আনটুটু- এর সিপিইউ (CPU) পরীক্ষায় ২,৭৭,২৯১ পয়েন্ট জিপিইউ (GPU) পরীক্ষায় ৪,২২,৩৬৫ পয়েন্ট, মেমরি পরীক্ষায় ১৯২,০৩৫ এবং ইউএক্স (UX) পরীক্ষায় ১৮০,৫৩০ স্কোর করেছে। তাই, এই ডিভাইসটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে সর্বমোট ১০,৭২,২২১ স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে।

এছাড়া, AnTuTu- এর লিস্টিংটি নতুন ভিভো ফোনটির কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। জানা যাচ্ছে, লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি অফার করবে। প্রসঙ্গত, এই ফোনে ব্যবহৃত মিডিয়াটেক অক্টা-কোর চিপসেটে একটি প্রাইম কর্টেক্স-এক্স২ (Cortex-X2) সিপিইউ কোর রয়েছে যা ৩.০৫ গিগাহার্টজে কাজ করে আর তিনটি কর্টেক্স-এ৭১০ (Cortex-A710) সিপিইউ কোর ২.৮৫ গিগাহার্টজে রান করে এবং বাকি চারটি কর্টেক্স-এ৫১০ (Cortex-A510) সিপিইউ কোরের ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ। এই প্রসেসরটিতে গ্রাফিক্সের জন্য মালি-জি ৭১০ (Mali-G710) জিপিইউ পাওয়া যাবে।

উল্লেখ্য, ভিভো চীনে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে Vivo X80 লাইনআপটি লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। তবে Vivo PD2186X হ্যান্ডসেটের চূড়ান্ত বাণিজ্যিক নামটি জানতে এখনও আরও কিছু রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এই লাইনআপটি ছাড়াও, চীনা সংস্থাটি Vivo NEX 5 ফ্ল্যাগশিপ ফোনটি নিয়েও কাজ করছে বলে শোনা যাচ্ছে।