ক্যামেরায় সর্বসেরা? বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে Oppo Find X7 Pro

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, ওপ্পোর জনপ্রিয় Reno সিরিজের নতুন স্মার্টফোন এই সপ্তাহে বাজারে পা রাখতে চলেছে। আগামী বৃহস্পতিবার, ২৩ নভেম্বর Oppo Pad Air 2 ট্যাবলেটের সাথে Oppo Reno 11 সিরিজ লঞ্চ করা হবে। এরপরেই, চীনা কোম্পানিটি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ Oppo Find X7 সিরিজের দিকে মনোযোগী হবে, যা ২০২৪-এর প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে খবর। সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল, Oppo Find X7 Pro-এর ক্যামেরার চমকপ্রদ তথ্য এখন প্রকাশ্যে এসেছে। যা সত্যিই অবাক করবে।

Oppo Find X7 Pro কোয়াড ক্যামেরার সঙ্গে আসবে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে প্রকাশ করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যা ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করবে। পোস্ট থেকে আরও জানা গেছে যে, ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-তে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে, যা তার পূর্বসূরি ট্রিপল-ক্যামেরা সিস্টেমের তুলনায় বড় আপগ্রেড।

টিপস্টারের দাবি ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি এলওয়াইটি-৯০০ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অভূতপূর্ব গুণমানের ছবি অফার করবে। এর সাথে, ডিভাইসটিতে একটি ১/১.৫৬ ইঞ্চির সেন্সর সাইজ এবং ২.৭x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, ১/২.৪ ইঞ্চি সাইজ এবং ৬x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫৮ সেন্সর উপস্থিত থাকবে৷ ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সও অবস্থান করবে বলে শোনা যাচ্ছে।

এছাড়াও, ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে Oppo Find X7 Pro-এর ক্যামেরা সেটআপ একটি নতুন এক্সডিএ (XCD) সলিউশন দ্বারা সজ্জিত হবে, যা বিখ্যাত ক্যামেরা প্রস্তুতকারক হ্যাসেলব্লাড (Hasselblad)-এর সাথে যৌথভাবে এনহ্যান্সড কালার ক্যালিব্রেশন অফার করবে। Oppo Find X7 Pro-এর এই উদ্ভাবনী ক্যামেরা সেটআপ ইউজারদের একটি উচ্চ-মানের এবং বহুমুখী ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদান করবে।

উল্লেখ্য, Oppo Find X7 Pro-এ Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 চিপসেট থাকবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Find X7 MediaTek Dimensity 9300 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, Find X7 সিরিজটি আগামী বছর চীনের বসন্ত উৎসবের আগে ঘোষণা করা হবে, অর্থাৎ এটি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে আত্মপ্রকাশ করতে পারে। Oppo Find X7 এবং Find X7 Pro বিশ্ব বাজারে পাওয়া যাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।