Samsung-এর এই দুর্দান্ত 5G ফোন এবার হাতের আরও নাগালে, 5000 টাকা দাম কমল

কোনও স্মার্টফোনের আপগ্রেড ভার্সন বাজারে আসলে তার পুরনো মডেলের চাহিদায় ভাটা লক্ষ্য করা যায়। Samsung Galaxy A53 সামনের মাসে লঞ্চ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুরনো Galaxy A52s-এর চাহিদা কমার আশঙ্কায়, এবার আগেভাগেই পদক্ষেপ নিল স্যামসাং। একটি অনলাইন রিপোর্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy A52s-এর দাম ভারতে একধাক্কায় অনেকটা কমানো হয়েছে।

৯১মোবাইলসের দাবি, রিটেল সূত্র থেকে তারা জানতে পেরেছে, অফলাইন স্টোরে Samsung Galaxy A52s-এর মেমরি ভ্যারিয়েন্টগুলোর দামে ৫,০০০ টাকা কাটছাঁট করা হয়েছে। এর ফলে ডিভাইসটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফলাইনে ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে এখন থেকে ৩০,৯৯৯ টাকায় কেনা যাবে।

একই ভাবে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে Samsung Galaxy A52s এবার থেকে ৩৭,৪৯৯ টাকার বদলে ৩২,৪৯৯ টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, প্রতিবেদনটি লেখা পর্যন্ত অ্যামাজনে হ্যান্ডসেটটির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ শুধুমাত্র অফলাইন বিপণির জন্য দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫২এস গত বছরের সেপ্টেম্বরে ভারতে পা রেখেছিল। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার-অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনের অভ্যন্তরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৫২এস-এর ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ৬৪+১২+৫+৫ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা বর্তমান।