একবার দেখলেই মনে ধরবে, নতুন Samsung ফোনের স্পেসিফিকেশন-ফিচার চেক করে নিন

Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন ও কালার অপশন প্রকাশ হল। লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। ডিসপ্লেতে থাকবে বিশেষ ফিচার।

স্যামসাং (Samsung) তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে পরশুদিন Galaxy A34 এবং A54 বিশ্ববাজারে লঞ্চ করেছে। এগুলি দুর্দান্ত ডিসপ্লে এবং বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্যের সাথে এসেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি বর্তমানে আরও একটি A-সিরিজের হ্যান্ডসেটের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা Galaxy A24 নামে বাজারে আসতে পারে।বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখার কারণে এটি খুব শীঘ্রই লঞ্চ হবে বলে অনুমান। তার আগেই অবশ্য Samsung Galaxy A24-এর ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

প্রকাশ্যে এল Samsung Galaxy A24-এর ডিজাইন ও স্পেসিফিকেশন

একটি রিপোর্টে চারটি ভিন্ন রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৪ ৪জি-এর ছবি শেয়ার করা হয়েছে। এটি ব্ল্যাক, সিলভার, রেড-বারগান্ডি এবং লেমন-গ্রীন-এর মতো কালার ভ্যারিয়েন্টে বাজারে আসবে। ডিজাইন আবার লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৪-এর থেকে খুব একটা আলাদা নয়। গ্যালাক্সি এ২৪-এর পিছনেও তিনটি ক্যামেরা রিং এবং সামনে একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। স্ক্রিনে মোটা বেজেল দেখা যাবে এবং ওপরে ওয়াটারড্রপ নচ অবস্থান করবে। স্মার্টফোনটি ৮.৩ মিলিমিটার পাতলা এবং ওজন ১৯৫ গ্রাম।

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ২৪ মডেলে ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ সুপার-অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এটি একটি বিশেষ ‘ভিশন বুস্টার’ প্রযুক্তির সাথে আসবে, যা কেবল স্মার্টফোনের স্ক্রিনকে উজ্জ্বলই করে না, তার পাশাপাশি আরও ভালোভাবে কালার অ্যাকুরেসি বজায় রাখতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ২৪ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। তবে, এই স্যামসাং গ্যালাক্সি ফোনে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ প্রসারিত করার জন্য একটি মাইক্রোএসডি স্লটও থাকবে।

Galaxy A24-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (অ্যাপারচার এফ/২.০) উপস্থিত থাকবে।

এছাড়া, হ্যান্ডসেটটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন অন্তর্ভুক্ত থাকবে, যা বর্তমানে স্যামসাং ফোনে প্রায় বিরল। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A24-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।