লঞ্চের দু’মাসের মধ্যে নয়া Maruti Brezza বুক করে ফেলেছেন 1 লাখ ভারতীয়, ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে মারুতি

গত ৩০ জুন ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে পা রেখেছিল নতুন প্রজন্মের Maruti Suzuki Brezza। এসইউভি সেগমেন্টে নয়া মাত্রা যোগ করতে একাধিক উন্নত ফিচারের সাথে লঞ্চ হয়েছিল গাড়িটি। এদিকে লঞ্চের দশ দিন আগে অর্থাৎ ২০ জুন থেকে এর বুকিং শুরু হয়েছিল। এখন দু’মাসের মাথায় বুকিংয়ে 2022 Brezza-র নতুন রেকর্ড গড়ার খবর এলো। এখনও পর্যন্ত ১ লক্ষের বেশি অর্ডার পাওয়ার কথা ঘোষণা করল মারুতি সুজুকি। যা শুনলে তাজ্জব হতে হয়! এমনিতেই দেশের বৃহত্তম গাড়ি সংস্থা হওয়ার দরুন গ্রাহকের সংখ্যা বেশি। তার ওপর স্টাইলিশ ডিজাইন ও আপডেটেড ফিচারের কারণে হু হু করে বাড়ছে সাব-কম্প্যাক্ট গাড়িটির বুকিংয়ের সংখ্যা।

2022 Maruti Suzuki Brezza-র দাম ৭.৯৯-১৩.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, বুকিং শুরু হওয়ার প্রথম দিনেই এটি ৪,৪০০টি অর্ডার পেয়েছিল। আবার ৮ দিনের মাথায় বুকিং ৪৫,০০০ পার করেছিল। এই বৃহৎ সংখ্যক বুকিং জমে থাকার কারণে নতুন Brezza-র ডেলিভারি পেতে গ্রাহকদের পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

হাইটেক ডিজাইন, ফিচার এবং আপডেটেড পাওয়ারট্রেনের বিকল্প সহ এসেছে গাড়িটি। এতে রয়েছে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, যা Ertiga ও XL6-এও উপস্থিত। এটি থেকে সর্বোচ্চ ১০১ বিএইচপি শক্তি এবং ১৩৬.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। আবার প্যাডেল শিফটার সহ ৬-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার বিকল্পে চয়ন করা যায় Brezza।

ভারতের বাজারে 2022 Maruti Brezza-র প্রতিদ্বন্দ্বীদের তালিকায় উপস্থিত Kia Sonet, Hyundai Venue, Tata Nexon সহ আরও অন্যান্য মডেল। নতুন প্রজন্মের গাড়িটির ফিচারের তালিকায় একটি ৯.০ ইঞ্চি স্মার্টফোন প্রো+ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে। যেটি অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে কানেক্টেড টেকনোলজির সুবিধা মেলে। হাইটেক ফিচারের মধ্যে ইলেকট্রিক সানরুফ, আর্কামিস সাউন্ড সিস্টেম, একটি হেড আপ ডিসপ্লে, ছ’টি এয়ারব্যাগ, একটি ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা, ইএসপি, হিল হোল্ড অ্যাসিস্টের নাম নেওয়া যায়।