HP OMEN 16, OMEN 17 ও Victus 16 লেটেস্ট প্রসেসর ও ৩২ জিবি পর্যন্ত র‌্যাম সহ লঞ্চ হল

ইলেক্ট্রনিক্স দুনিয়ায় টিকে থাকতে হলে লেটেস্ট টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলাই একমাত্র বিকল্প। সেই উদ্দেশ্যে HP এবার OMEN সিরিজের অন্তর্গত HP Omen 16 এবং HP Omen 17 গেমিং ল্যাপটপ দুটিকে ১১তম প্রজন্মের ইন্টেল-কোর প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স জিপিইউ সিস্টেমের সাথে বাজারে আনলো। পাশাপাশি গেমারদের জন্য রয়েছে আরেকটি বিরাট সুখবর! কারণ, উন্নত হার্ডওয়্যার এবং তুলনামূলক কম মূল্যের সাথে Victus লাইনআপের একটি নতুন ল্যাপটপ নিয়ে আসারও ঘোষণা করেছে এইচপি। এটিতে, ইন্টেল কোর i7 বা এএমডি রাইজেন ৭ ৫৮০০এইচ প্রসেসর অপশন বর্তমান। এমনকি স্টোরেজের ক্ষেত্রেও পাওয়া যাবে বিকল্প। তাহলে আসুন ল্যাপটপগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

HP OMEN 16 ল্যাপটপ স্পেসিফিকেশন:

এইচপি ওমেন ১৬ গেমিং ল্যাপটপটি, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩ এমএস রেসপন্স টাইম সহ QHD ডিসপ্লে স্ক্রিনের সাথে এসেছে। অন্যান্য কনফিগারেশন কথা বললে, এই ল্যাপটপে থাকছে, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৭০ জিপিইউ বা এএমডি -এর RDNA 2 আর্কিটেকচার ভিত্তিক গ্রাফিক্স। আবার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, ইন্টেল কোর i7-11800H সিরিজ প্রসেসর বা এইট কোর এএমডি রাইজেন ৯ ৯৫০০এইচএক্স সিরিজ মোবাইল প্রসেসরের মধ্যে থেকে যেকোনো একটিকে বাছাই করে নেওয়ার অপশনও দিচ্ছে এইচপি।

আবার ল্যাপটপটি ৩২ জিবি পর্যন্ত DDR4 ৩২০০ মেগাহার্টজ র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত PCIe Gen 4×4 এসএসডি সহ পাওয়া যাবে। যদিও সংস্থাটি জানিয়েছে, গ্রাহকেরা চাইলে তাদের ডিভাইসের জন্য দুটি ১ টেরাবাইটের PCIe এসএসডি স্টোরেজ অপশন বেছে নিতে পারেন। জানা যাচ্ছে, পূর্বসূরি ওমেন ১৫ মডেলের থেকেও এই মডেলটিতে থাকা ফ্যানের ব্লেড ২.৫ গুন পাতলা। যার ফলে আগের মডেলের চেয়ে ২০০% -এরও বেশি ব্লেড কাউন্ট বৃদ্ধি পেয়েছে এই মডেলের। যা গেম খেলার সময়ে এয়ার ফ্লো বাড়ানোর মাধ্যমে ল্যাপটপকে অতিরিক্ত গরম হওয়ার থেকে বিরত রাখবে। উপরন্তু, এই মডেলটির ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে ৮৩ Whr করাতে, ৯ ঘণ্টা পর্যন্ত ডিভাইসটি সক্রিয় থাকবে।

HP OMEN 17 ল্যাপটপ স্পেসিফিকেশন:

ওমেন ১৬ এবং ওমেন ১৭ গেমিং ল্যাপটপ দুটির ডিসপ্লে স্পেসিফিকেশন একই। এই ল্যাপটপটিতে থাকছে ডেস্কটপ গ্রেড হার্ডওয়্যার সিস্টেম। যার মধ্যে, ১৬ জিবি র‌্যাম এবং ১৬৫ ওয়াট টিজিপি (Total Graphics Power) সহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৮০ জিপিইউ সাপোর্ট অন্তর্ভুক্ত। আবার ল্যাপটপটি ইন্টেল কোর i9-11900H প্রসেসরে চলে। এর সাথে রয়েছে, ৩২ জিবি পর্যন্ত DDR4 ৩২০০ মেগাহার্টজ র‌্যাম। এছাড়া, রেইড ০ টেকনোলজি (Raid 0 technology) সাপোর্টের সঙ্গে ১ টেরাবাইট PCIe Gen 4×4 এসএসডি বা দুটি ১ টেরাবাইট PCIe এসএসডি স্টোরেজ অপশনের মধ্যে থেকে একটিকে বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে এইচপি।

সংস্থাটি জানিয়েছে, এই ল্যাপটপটিতে থাকা ফ্যানে অতিরিক্ত ২৪টি ব্লেড যুক্ত করা হয়েছে। এই ব্লেডগুলি ১৭% পাতলা এবং ১৪% বড়ো আউটলেট ওপেন রেশিও -এর সাথে এসেছে। এর দ্বারা কিবোর্ড ডেকের তাপমাত্রাকে ৫° অবধি হ্রাস করা সম্ভব, বলে এইচপি -এর দাবি।

HP OMEN 16 এবং HP OMEN 17 ল্যাপটপ দাম:

এইচপি ওমেন ১৬ ল্যাপটপটির দাম ধার্য করা হয়েছে, ১,০৪৯.৯৯ ডলার বা প্রায় ৭৬,৫০০ টাকা। অন্যদিকে, ওমেন ১৭ ল্যাপটপটির দাম রাখা হয়েছে,১,৩৬৯.৯৯ ডলার বা প্রায় ৯৯,৮০০ টাকা।

Victus by HP 16 বা HP Victus 16 ল্যাপটপ স্পেসিফিকেশন ও দাম:

এইচপি ভিক্টাস লাইনআপের নতুন সদস্য হিসাবে এসেছে, Victus by HP 16 নামের ল্যাপটপটি। এটিতে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ১৬ ইঞ্চির QHD ডিসপ্লে দেখা যাবে। এরই সাথে, ১৫ ইঞ্চির সামগ্রিক ফুটপ্রিন্ট সারফেস থাকবে ল্যাপটপের ডিসপ্লেতে। এছাড়া, ইউজারদের আইসাইটের খেয়াল রাখতে ল্যাপটপে, আইসেফ লো-ব্লুলাইট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। হার্ডওয়্যারের ক্ষেত্রে এটিতে এএমডি রেডিয়ন আরএক্স ৫৫০০এম -এর সাথে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ জিপিইউ থাকছে। ল্যাপটপটির শক্তি জোগাবে ইন্টেল কোর i7-11800H বা এইট কোর এএমডি রাইজেন ৭ ৫৮০০এইচ প্রসেসর। ভিক্টাস সিরিজের এই ল্যাপটপটিতে ৩২ জিবি পর্যন্ত DDR4 র‌্যাম পাওয়া যাবে। এছাড়া, সিঙ্গেল এবং ডুয়াল এসএসডি অপশন থাকছে, যার মধ্যে ১ টেরাবাইট PCIe স্টোরেজও সামিল আছে।

এইচপি ভিক্টাস ১৬ ল্যাপটপটির দাম ৭৯৯ ডলার বা আনুমানিক ৫৮,২০০ টাকা রাখা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন