Honor X40 5G: দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সাথে দুর্দান্ত ক্যামেরা, নতুন অনর ফোনে অনেক চমক

জনপ্রিয় টেক ব্র্যান্ড অনর (Honor) ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা আগামী ১৫ সেপ্টেম্বর চীনের বাজারে Honor X40 5G নামে একটি নতুন X-সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। সংস্থাটি সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ করেছে, যা ডিভাইসটির লুকের সাথে সাথে এর সম্পূর্ন ডিজাইনটিও প্রদর্শন করেছে। আর এবার এক জনপ্রিয় চীনা টিপস্টার Honor X40 5G-এর প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস করেছেন। জানা গেছে, এই আসন্ন অনর হ্যান্ডসেটটি ওলেড ডিসপ্লের সাথে আসবে এবং এতে Qualcomm Snapdragon 695 প্রসেসরটি ব্যবহার করা হবে। আসুন Honor X40 5G-এর প্রত্যাশিত বৈশিষ্টগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফাঁস হল Honor X40 5G-এর স্পেসিফিকেশন

বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ আসন্ন অনর এক্স৪০ ৫জি-এর মূল স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। টিপস্টারের পোস্ট অনুযায়ী, এই নতুন হ্যান্ডসেটটি ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লের সাথে আসবে, যা ২,৪০০×১,০৮০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এই স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। এছাড়া, ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) আই প্রোটেকশন ডিমিং এবং ১০ বিট কালার ডেপ্থ সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে। অনর এক্স৪০ ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, অনর এক্স৪০ ৫জি-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এক্স৪০ ৫জি ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির পরিমাপ ১৬১.৬×৭৩.৯×৭.৯ মিলিমিটার এবং ওজন ১৭২ গ্রাম হতে পারে।

উল্লেখ্য, অনর সম্প্রতি একটি টিজার ভিডিও শেয়ার করেছে, যা X40 5G-এর ডিজাইন প্রকাশ করেছে। টিজার অনুযায়ী, স্মার্টফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে দেখা যাবে, যার মধ্যে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। আবার ব্যাক প্যানেলে একটি রিং-আকৃতির ক্যামেরা মডিউল থাকবে, যার ভেতরে ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। সামগ্রিকভাবে, এই নয়া অনর ফোনটির ডিজাইনটি দেখতে বেশ প্রিমিয়াম। তবে, ডিভাইসটির দামের বিবরণ এখনও জানা যায়নি। আগামী ১৫ সেপ্টেম্বর লঞ্চের সময় Honor X40 5G-এর অন্যান্য বিস্তারিত বিবরণের সাথে এর মূল্যটিও প্রকাশ করা হবে।