Realme 12 Pro Plus: সবচেয়ে সস্তা পেরিস্কোপ ক্যামেরার ফোন ভারতে লঞ্চ হল, দাম দেখে নিন

Realme 12 Pro Plus ফোন মোট তিনটি মেমরি কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস বিকল্পের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা

২৯শে জানুয়ারি ভারতে Realme 12 Pro স্মার্টফোন সিরিজের ঘোষণা করা হল। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – Realme 12 Pro এবং Realme 12 Pro Plus। যার মধ্যে উচ্চতর ‘Pro Plus’ মডেলটি ফিচারের নিরিখে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় অধিক সমৃদ্ধ এবং একইসাথে সামান্য ব্যয়বহুলও বটে। তবে এটি পেরিস্কোপ ক্যামেরা সহ ভারতীয় বাজারে বিদ্যমান অন্যান্য হ্যান্ডসেটগুলির তুলনায় যথেষ্ট সাশ্রয়ী। এর দাম এদেশে ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আর Realme 12 Pro Plus ডিভাইসটি – ফ্ল্যাগশিপ গ্রেড ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। এর ডিজাইন পূর্বসূরি Realme 11 Pro Plus -এর থেকে কিছুটা ভিন্ন। চলুন Realme 12 Pro Plus স্মার্টফোনের দাম, লভ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Realme 12 Pro Plus স্মার্টফোনের দাম ও লভ্যতা

এদেশের বাজারে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন মোট তিনটি মেমরি কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস বিকল্পের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩১,৯৯৯ টাকা ও ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি – সাবমেরিনার ব্লু, নেভিগেটর বেইজ এবং এক্সপ্লোরার রেড কালার অপশনে কেনা যাবে।

আগ্রহীদের জানিয়ে রাখি, ডিভাইসটির প্রথম সেল আগামী ৬ই ফেব্রুয়ারি দুপুর ১২ টায় শুরু হবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart), সংস্থার ওয়েবসাইট (Realme.com) এবং নির্বাচিত রিটেল স্টোর থেকে এই ফোন পকেটস্থ করা সম্ভব।

প্রসঙ্গত, আজ (২৯শে জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সংস্থার পক্ষ থেকে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের জন্য একটি বিশেষ আর্লি অ্যাক্সেস সেলের আয়োজন করা হয়েছে। ফোনটি আজ থেকেই নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে এবং অনলাইন প্রি-অর্ডার উইন্ডো আগামীকাল (৩০শে জানুয়ারি) খুলবে।

Realme 12 Pro Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই আসা যাক Realme 12 Pro Plus ফোনের ডিজাইনের প্রসঙ্গে। এটি ফৌক্স লেদার ব্যাক প্যানেলের সাথে এসেছে। এর পেছনে একটি বড় আকারের ক্যামেরার রিং মডিউল রয়েছে, যা বিলাসবহুল ঘড়ি দ্বারা অনুপ্রাণিত। হ্যান্ডসেটটির ৮.৭৫ মিমি পুরু এবং ওজনে প্রায় ১৯৬ গ্রাম।

এই ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) কার্ভড OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২১৬০ হার্টজ WM ডিমিং, ৯৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১০-বিট প্যানেল সমর্থন করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে করে। আবার স্টোরেজ হিসাবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে।

Realme 12 Pro Plus স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, OIS ও ৩এক্স জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো শ্যুটার এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট৷ এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তদুপরি এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে৷ পরিশেষে এই ফোনে – ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম পাওয়া যাবে।