Honda Shine: হোন্ডা সাইনের দাম কমল, সঙ্গে টানা 10 বছরের ওয়ারেন্টি, কিনবেন নাকি

ভারতবাসীর ভরসা ও বিশ্বাসের জায়গা বহু আগেই দখল করতে পেরেছে জাপানের বিখ্যাত টু-হুইলার নির্মাতা হোন্ডা (Honda)। দেশের বাজারে আকর্ষণীয় দামে একাধিক মডেল রয়েছে সংস্থাটির। ভারতে হোন্ডার লেটেস্ট মডেল হিসাবে এসেছে ১০০ সিসির কমিউটার বাইক Shine 100। এবার বাইকটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে ১০ বছরের ওয়ারেন্টি চালু করল হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া। বর্তমানে চালু থাকা ৩ বছরের ওয়ারেন্টির সঙ্গে অতিরিক্ত ৭ বছরের ওয়ারেন্টি মিলিয়ে দিয়ে গোটা এক দশক ধরে গ্রাহকদের চিন্তা মুক্তির পথ বাতলে দিল তারা।

Honda Shine বাইকে এখন ১০ বছর ওয়ারেন্টি

এদেশে সাইন ১০০ লঞ্চ হওয়ার প্রারম্ভিক মুহূর্তে ৬ বছরের (৩+৩) ওয়ারেন্টি দেওয়ার কথা ঘোষণা করেছিল হোন্ডা। কিন্তু বর্তমানে তার মেয়াদ বেড়ে ১০ বছর হওয়ায় গ্রাহকদের জন্য এক কথায় সুখবর ছাড়া আর কিছুই নয়। দেশের গ্রাহকদের প্রতি হোন্ডার যে দায়বদ্ধতা তাকেই আরো কয়েকগুণ বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই সংস্থার এমন পদক্ষেপ।

দাম কমলো আরও দুই হাজার টাকা

তবে এখানেই শেষ নয়, চমক দেখার এখনও অবকাশ রয়েছে অনেক। মুম্বাইতে এই বাইকটির লঞ্চ হওয়ার সময় প্রারম্ভিক এক্স শোরুম মূল্য ৬৪,৯০০ টাকা স্থির করা হয়েছিল। আর এবার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহার এই তিনটি রাজ্যের জন্য বাইকটির দাম ২,০০০ টাকা কমিয়ে লঞ্চ করল হোন্ডা। অর্থাৎ এই তিন রাজ্যে মাত্র ৬২,৯০০ টাকাতেই মিলবে (এক্স শোরুম) সাইন ১০০ এর চাবি। এমনিতেই এদেশের জনপ্রিয় কমিউটার সেগমেন্টে তুরুপের তাস হিসাবে ধুমকেতুর মতো হাজির হয়েছিল সাইন ১০০। বর্তমানে এই কয়েকটি রাজ্যে বাইকটি আরও সস্তা হওয়ায় স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা আরও চরমে উঠলো তা বলার অপেক্ষা রাখেনা।

Honda Shine 100: ইঞ্জিন স্পেসিফিকেশন

হোন্ডা সাইন ১০০ দৌড়য় ১০০ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিনে। সঙ্গে eSP প্রযুক্তি সংযুক্ত থাকায় তা অতিরিক্ত তেল সাশ্রয়ে সাহায্য করে। উপরন্তু BS6 RDE রেগুলেশন অনুসরণ করেই তৈরি এই ইঞ্জিন। সাথে রয়েছে অটো চোক সিস্টেম এবং ফুয়েল পাম্পটি ফুয়েল ট্যাংকের বাইরে অবস্থিত। এই ইঞ্জিন থেকে ৭৫০০ আরপিএম গতিতে ৭.৫ হর্সপাওয়ার ক্ষমতা এবং ৬০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়।

Honda Shine 100: ফিচার

এই কমিউটার বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮মিমি। তবে সাইন ১০০ এর ডিজাইন অনেকাংশেই বাইকটির বৃহৎ সংস্করণ অর্থাৎ সাইন ১২৫ থেকে ধার নেওয়া হয়েছে। তবে এর স্টাইল স্টেটমেন্ট অতি সাধারণ এবং বেসিক সমস্ত ফিচার উপলব্ধ রয়েছে এতে। সামনের দিকে ছোট কাউল, কালো রংয়ের অ্যালয় হুইল, অ্যালুমিনিয়ামের গ্র্যাবরেল এবং বেশ আকর্ষণীয় এগজস্ট মাফলার সহ মোট পাঁচ ধরনের রংয়ের অপশনে কিনতে পাওয়া যায় সাইন ১০০। এর কালার স্কিমের মধ্যে থাকছে রেড,ব্লু, গ্রীন, গোল্ড এবং গ্রে স্ট্রাইপ এর সঙ্গে কালো রঙের কাজ।

Honda Shine 100: প্রতিযোগী

ভারতের বাজারে প্রতিযোগিতামূলক ১০০ সিসির কমিউটার সেগমেন্টে নিজেদের জমি শক্ত করতে আকর্ষণীয় দামের পাশাপাশি আরও বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে সাইন ১০০ বাইকটি লঞ্চ করার ক্ষেত্রে। এই মুহূর্তে এই বাইকটির প্রধান প্রতিদ্বন্দ্বী হল Hero HF Deluxe, Hero Splendor+ এবং Bajaj Platina 100।