Redmi Note 11 4G ভারতে লঞ্চ হতে আর কয়েক মুহূর্তের অপেক্ষা, গিকবেঞ্চ থেকে উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

আজ আর কিছুক্ষনের অপেক্ষা, তারপরই ভারতের বাজারে লঞ্চ হবে Redmi Note 11 4G৷ এর পাশাপাশি Redmi Note 11S বলে রেডমির আরও একটি হ্যান্ডসেট আত্মপ্রকাশ করবে৷ অনুমান, এই Redmi Note 11 4G ফোনের ভারতীয় সংস্করণটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া মডেলটির মতোই হবে৷ অফিসিয়াল লঞ্চের কিছুক্ষণ আগে Redmi Note 11 4G- এর ভারতীয় মডেলটিকে স্পট করা গেল গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে। প্রসঙ্গত, আজ লঞ্চ ইভেন্টে রেডমির তাদের নোট সিরিজের স্মার্টফোনগুলির পাশাপাশি একটি নতুন ৪৩ ইঞ্চির স্মার্ট এলইডি টিভি এবং Redmi Band Pro স্মার্টওয়াচটিও লঞ্চ করবে বলে জানা গেছে।

Redmi Note 11 4G-এর ভারতীয় ভ্যারিয়েন্টটিকে দেখতে পাওয়া গেল Geekbench- এর সাইটে

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, 2201117TI মডেল নম্বর সহ একটি নতুন শাওমি ব্র্যান্ডের ফোন গিকবেঞ্চের সাইটে তালিকাভুক্ত হয়েছে। অনুমান করা হচ্ছে এই মডেল নম্বরটি আসন্ন রেডমি নোট ১১ ৪জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সাথেই যুক্ত। জানিয়ে রাখি, এই একই মডেল নম্বরটি ডিসেম্বরে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইট থেকেও অনুমোদন লাভ করেছিল। গিকবেঞ্চের তালিকা অনুযায়ী, Redmi Note 11 4G অ্যান্ড্রয়েড ১১- এ রান করবে এবং এতে কমপক্ষে ৬ জিবি র‍্যাম থাকবে। তালিকাটি আরও প্রকাশ করেছে যে, বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে পরীক্ষিত মডেলে একটি অক্টা-কোর চিপসেট রয়েছে, যার কোডনেম schedutil। এই প্রসেসরটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) হবে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়া, আসন্ন রেডমি ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৩৭৬ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৫৮০ পয়েন্ট লাভ করেছে। যদিও এই স্কোরগুলি কেবলমাত্র একটি প্রোটোটাইপের মডেলের৷ প্রোডাকশন মডেলের নয়৷

প্রসঙ্গত, ভারতের বাজারে আসন্ন Redmi Note 11 4G মডেলটি জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া সংস্করণটি মতো হবে বলেই আশা করা হচ্ছে। এইটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে সহ এসেছে। এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট এবং সর্বাধিক ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম। এই ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

উল্লেখ্য, আজ ভারতে Redmi Note 11 4G- এর পাশাপাশি Note 11 সিরিজে অন্তর্ভুক্ত Redmi Note 11S ফোনটিও উন্মোচিত হবে। এই লঞ্চ ইভেন্টে Redmi Smart Band Pro, এবং একটি ৪৩ ইঞ্চির স্মার্ট এলইডি টিভিও সংস্থার তরফে লঞ্চ করা হবে বলে জানা গেছে।