২০০০০ টাকার কমে 5G ফোন খুঁজছেন? আজ কিনতে পারবেন Realme X7

আপনি কি কোনো 5G ফোন খুঁজছেন? কিন্তু দামের কারণে কিনতে পারছেন না? তাহলে আজ আপনার কাছে ইচ্ছা পূরণের সুযোগ আছে। কারণ আজ দুপুর ১২ টা থেকে সেল শুরু হবে Realme X7 5G এর। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ২০,০০০ টাকা থেকে। শুধু তাই নয়, লঞ্চ অফার হিসাবে এর ওপর আকর্ষণীয় অফারও পাওয়া যাবে। রিয়েলমি এক্স৭ ৫জি ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ প্রসেসর,  ৪,৩১০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

Realme X7 5G এর দাম

ভারতে রিয়েলমি এক্স৭ এর দুটি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এই দুই ভ্যারিয়েন্ট হল যথাক্রমে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও  ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে- স্পেস সিলভার ও নেবুলা।

Realme X7 5G ফোনটি আজ দুপুর ১২ টা থেকে Flipkart ও Realme.com এর মাধ্যমে কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে Yes Bank এর ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই ট্রানজাকশনে ৭ শতাংশ ছাড় পাবে। আবার ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ড ধারীদের।

Realme X7 এর স্পেসিফিকেশন

রিয়েলমি এক্স৭ ৫জি ফোনে পাওয়া যাবে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ প্রসেসর, মালি জি৫৭ জিপিইউ, মাইক্রোএসডি কার্ড স্লট। ফোনটি ৪,৩১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। যার সাথে ৫০ ওয়াট সুপারডার্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই ১.০ ওএসে চলবে।

এই ফোনের পিছনে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন