পাত্তা পাবে না DSLR, Vivo X100 Pro+ আসছে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা লেন্সের সাথে

Vivo চলতি বছরের নভেম্বর মাসের প্রথমার্ধে একটি ‘ক্যামেরা ফোকাসড’ স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের নাম Vivo X100। যার অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করবে বলে জানা যাচ্ছে, যথা – Vivo X100, X100 Pro, এবং X100 Pro+। উল্লেখিত মডেল-ত্রয়ীর মধ্যে সবচেয়ে উচ্চতর অর্থাৎ Vivo X100 Pro+ স্মার্টফোনে ২০০-মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। সর্বোপরি এক জনপ্রিয় লিকস্টার চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে দাবি করেছেন যে, আলোচ্য হ্যান্ডসেটে ব্যবহৃত পেরিস্কোপ লেন্সটি কাস্টম-মেড সেন্সর হবে।

কাস্টম-মেড ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার সাথে লঞ্চ হবে Vivo X100 Pro+ স্মার্টফোন

স্বনামধন্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) -এর সৌজন্যে ভিভো এক্স১০০ প্রো+ স্মার্টফোনের সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশনের তথ্য সামনে এসেছে। তার সাম্প্রতিক একটি উইবো পোস্ট অনুসারে, ভিভো ব্র্যান্ডিংয়ের এই আসন্ন মডেলে ব্যবহৃত ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরাটি একাধিক কাস্টমাইজেশনের মধ্য দিয়ে গেছে। সর্বোপরি এই লেন্স IMX890 এবং IMX890 -এর মতো সনি (Sony) ব্র্যান্ডেড সেন্সরগুলির অপটিক্যাল পারফরম্যান্স স্কোরকেও অতিক্রম করার ক্ষমতা রাখবে। পোস্টে আরো উল্লেখ আছে যে, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটিকে ‘স্যামসাং এইচপিভি’ (Samsung HPV) নাম দেওয়া হয়েছে।

টিপস্টার বলেছেন, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরাটি স্যামসাং এইচপি৩ (Samsung HP3) প্রযুক্তি ভিত্তিক হবে। এটি আকারে ১/১.৪-ইঞ্চি হবে এবং‌ এতে নেটিভ ৩এক্স বা ৫এক্স অপটিক্যাল জুম ক্যাপাসিটি সাপোর্ট করবে। টিপস্টার আরো জানিয়েছেন যে, এই ক্যামেরায় ব্যবহৃত অ্যাডভান্স এআই (AI) অ্যালগরিদম ইউজারদের ১০এক্স অপটিক্যাল জুম অভিজ্ঞতা উপভোগ করতে দেবে।

এদিকে পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুসারে, Vivo X100 এবং X100 Pro উভয়ই মডেলেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। যদিও আলোচ্য ফ্ল্যাগশিপ প্রসেসরটিকে এখনও লঞ্চ করা হয়নি, তবে চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসেই তা আত্মপ্রকাশ করতে পারে। আর টপ-এন্ড Vivo X100 Pro+ স্মার্টফোনে কোয়ালকমের আপকামিং প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ থাকবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে সিরিজের স্ট্যান্ডার্ড ও তার থেকে উচ্চতর মডেলটিকে নভেম্বরে লঞ্চ করা হলেও, Vivo X100 Pro+ স্মার্টফোনকে হয়তো ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে ঘোষণা করা হতে পারে। জানিয়ে রাখি, গত বছর পূর্বসূরি Vivo X90 Pro+ -কে শুধুমাত্র চীনের বাজারেই উপলব্ধ করা হয়। তাই উত্তরসূরি Vivo X100 Pro+ ফোনটি বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে কিনা সেই সম্পর্কে আমরা এখুনি নিশ্চিত কিছু বলতে পারছি না।